শিরোনামে মালদিনির নামটা দুই কমার মধ্যে রাখার একটা মাহাত্ম্য আছে। মালদিনি নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে ইতালির বিখ্যাত ফুটবলার পাওলো মালদিনির চেহারা। কিন্তু আলোচ্য লেখার মালদিনি কিন্তু ইতালির বিখ্যাত ফুটবলার মালদিনি নন। তবে তিনিও বিখ্যাত। পেশায় সাংবাদিক। ইউরোপিয়ান ফুটবল বিশেষজ্ঞ। কাজ করেন মোভিস্টার প্লাস টিভিতে। এই স্প্যানিশ ফুটবল সাংবাদিক মালদিনির মূল নাম হুলিও মালদোনাদো গার্সিয়া। কিন্তু মিডিয়া জগতে তিনি মালদিনি নামেই পরিচিত। ইউরোপিয়ান ফুটবল বিশেষজ্ঞ হলেও করোনা মহামারির এই সময়ে ৬৭ বছর বয়সী এই সাংবাদিক মনোনিবেশ করেছেন, বিশ্বের সর্বকালের সেরা, ইউরোপের সর্বকালের সেরা এবং লাতিন আমেরিকার সর্বকালের সেরা একাদশ তৈরিতে। সর্বকালের বিশ্বসেরা একাদশ তৈরির পর হুলিও মালদিনি মালদোনাদো তৈরি করলেন ইউরোপের সেরা একাদশ। ইয়োহান ক্রুয়েফ, ইউসেবিও থেকে শুরু করে বর্তমান সময়ের রোনালদোও ঠাঁই পেয়েছেন এই একাদশে। ইংল্যান্ডের তরুণ প্রজন্ম, সোনালি প্রজন্ম কিংবা নিকট অতীতেরও কেউ জায়গা পাননি এই একাদশে। সেই ১৯৬৬ সালে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের ববি চার্লটনই শুধু জায়গা পেয়েছেন এই দলে। তবে আন্তর্জাতিক ফুটবল খুব বেশি মাতাতে না পারলেও ক্লাব ফুটবলে বিশ্ব কাঁপানো আইরিশ ফুটবলার জর্জ বেস্ট জায়গা পেয়েছেন মালদিনির এই দলে। সেরা গোলরক্ষক হিসেবে এই একাদশে সুযোগ মিলেছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াসের। ডিফেন্সে জায়গা পেয়েছেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং স্পেনের বর্তমান অধিনায়ক, দুটি ইউরো ও একটি বিশ্বকাপজয়ী সার্জিও রামোস। রাইট ব্যাক এবং লেফট ব্যাকে জায়গা পেলেন যথাক্রমে ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি, ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য লিলিয়ান থুরাম। মিডফিল্ড কাঁপাবেন ১৯৬৬ বিশ্বকাপের দুই তারকা পর্তুগালের ইউসেবিও এবং ইংল্যান্ডের ববি চার্লটন। দুই উইংয়ে আক্রমণ তৈরির কাজ করবেন জর্জ বেস্ট এবং ইয়োহান ক্রুয়েফ। গোল করার দায়িত্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে থাকবেন মার্কো ফন বাস্তেন। ইউরোপের সর্বকালের সেরা একাদশ গোলরক্ষক : ইকার ক্যাসিয়াস ডিফেন্ডার : ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, সার্জিও রামোস, লিলিয়ান থুরাম এবং পাওলো মালদিনি মিডফিল্ডে : জর্জ বেস্ট, ইয়োহান ক্রুয়েফ, ইউসেবিও, ববি চার্লটন ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মার্কো ফন বাস্তেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Lq7eLR
May 14, 2020 at 05:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top