ঢাকা, ২৬ মে - বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের প্রিয় এক মুখ শায়ান চৌধুরী অর্ণব। এই নামেই দেশ জুড়ে তার পরিচিতি। তার গানে নতুন করে জেগে উঠেছে একটা প্রজন্ম। অর্ণব মাঝে মধ্যেই গান শোনাতে হাজির হন, আবার নিজেকে আড়াল করে রাখেন। গেল ঈদুল ফিতরে কী পেলে কী হতো শিরোনামে একটা গানও উপহার দিয়েছিলেন। মাঝে হাতেগোনা বেশ কয়েকটি লাইভ কনসার্টে গান করেছেন। করোনার ঈদে এবার নতুন গান নিয়ে হাজির হলেন হোক কলরব খ্যাত এই শিল্পী। গানটির শিরোনাম চোরাকাঁটা। এতে তার সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়েছেন বুনো, সাদ ও ইমরান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আবরার আতহার। লকডাউনের কথা মাথায় রেখে আগের জমে থাকা ফুটেজ ব্যবহার হয়েছে এতে। এছাড়া সংগীতশিল্পীরা সবাই নিজেদের বাসা থেকে ভিডিও ধারণ করে পাঠিয়েছেন। জানা গেছে, করোনাভাইরাসের কারণে সংগীতশিল্পী অর্ণব এখন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে স্বেচ্ছায় গৃহবন্দি আছেন। সম্প্রতি গীতিকবি রাজীব আশরাফ ঢাকা থেকে অনলাইনে একটি কবিতা পাঠান অর্ণবকে। সেই কবিতা থেকেই চোরাকাঁটার জন্ম। ঈদুল ফিতর উপলক্ষে গানচিল থেকে প্রকাশ হয়েছে গানটি। এন এইচ, ২৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36sU0rk
May 26, 2020 at 04:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন