ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ক্লাব রিয়াল মাদ্রিদ। যার প্রমাণ তাদের উয়েফা চ্যাম্পিয়নস লিগ (ইউসিএল) শিরোপা। স্প্যানিশ ক্লাবটি একাই এখনও পর্যন্ত জিতেছে ১৩টি ইউসিএল। যার অর্ধেকও জেতেনি ইউরোপের কোন ক্লাব। এমনকি গত শতাব্দীর সেরা ক্লাবের আনুষ্ঠানিক স্বীকৃতিও রয়েছে লস ব্লাঙ্কোসদের ট্রফি কেবিনেটে। তবু চলতি শতকেও ইতিহাসের প্রথম দল হিসেবে তারা জিতেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এত সাফল্যমণ্ডিত ক্লাবেরও রয়েছে কিছু আক্ষেপ। তার মধ্যে অন্যতম বেশ কয়েকটি ক্লাবের বিপক্ষে কখনও জিততে না পারা। এর মধ্যে যেমন রয়েছে চেলসির মতো বড় দলের নাম, তেমনি রয়েছে নেকাসার মতো অপরিচিত দলও। এখনও পর্যন্ত মোট ৮টি দলের বিপক্ষে কোন জয় পায়নি রিয়াল। এ দলগুলো হলো ইংল্যান্ডের চেলসি, আর্সেনাল ও ইপসউইচ টাউন, ব্রাজিলের করিন্থিয়াস, আর্জেন্টিনার বোকা জুনিয়র্স, স্পেনের তলেরো, স্কটল্যান্ডের অ্যাবার্ডিন এবং মেক্সিকোর নেকাসা। কখনও জিততে না পারা ৮ দলের বিপক্ষে রিয়ালের পরিসংখ্যানঃ ১. চেলসি- তিনবার মুখোমুখি হয়ে একটি ড্র ও দুইটি পরাজয় ২. ইপসউইচ টাউন- দুইবার মুখোমুখি হয়ে একটি করে ড্র ও হার ৩. আর্সেনাল- দুইবার মুখোমুখি হয়ে একটি করে ড্র ও হার ৪. তলেড়ো- একবার মুখোমুখি হয়ে পরাজিত ৫. বোকা জুনিয়র্স- একবার মুখোমুখি হয়ে পরাজিত ৬. অ্যাবার্ডিন- একবার মুখোমুখি হয়ে পরাজিত ৭. করিন্থিয়াস- একবার মুখোমুখি হয়ে ড্র ৮. নেকাসা - একবার মুখোমুখি হয়ে ড্র সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LnFPdD
May 14, 2020 at 04:53AM
14 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top