ঢাকা, ২৯ মে - আজকের অতি জনপ্রিয় ও সফল ক্রিকেটার ও আদর্শ অধিনায়ক মাশরাফি কিন্তু এক সময় যথেষ্ঠ দুষ্টুমিও করতেন। দুষ্টুমি করে সহযোগি ক্রিকেটারদের ভয় দেখানোর মত কাজও করতেন অবলীলায়। শুনে অবাক হবেন, মাশরাফির দুষ্টুমিতে ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন হাবিবুল বাশার সুমন আর জাভেদ ওমর বেলিমের মত সিনিয়র ক্রিকেটাররাও। সমবয়সি মোহাম্মদ আশরাফুল, নাফিস ইকবাল, শরীফ আহমেদ ও আফতাব আহমেদরাও মাশরাফির দেখানো ভয়ে আঁতকে উঠতেন। গতকাল বুধবার রাতে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব লাইভে এসে নিজের খেলোয়াড়ি জীবনের অনেক বিষয় নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সহযোগি ক্রিকেটারদের ভুত-প্রেতের ভয় দেখানোর গল্পও শোনালেন মাশরাফি। তার ভুতের অভিনয় দেখে কিভাবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সিনিয়র ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ভয় পেয়ে কেঁদে-কেটে একাকার হয়ে গিয়েছিলেন- সে গল্প শুনিয়েছেন সদ্য সাবেক হওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। সে গল্প করতে গিয়ে মাশরাফি জানান, সেটা ছিল ২০০৫ সালের কথা। বাংলাদেশ দল গিয়েছিল ইংল্যান্ড সফরে। সেখানে ডারহামের এক হোটেলে ভুত-প্রেতের আনাগোনার গল্প শোনা যেত আগে থেকেই। সেটাকে পুঁজি করে মাশরাফির মাথায় চেপেছিল দুষ্টু বুদ্ধি। তিনি চিন্তা করলেন, আমি ভুত সেজে অন্যদের ভয় দেখাবো। যেমন ভাবা তেমন কাজ। টেস্ট ম্যাচের আগের কথা। প্রয়াত ক্রিকেটার ও মাশরাফির খুব কাছের বন্ধু মানজারুল ইসলাম রানার গলাটা ছিল ভিন্ন রকমের। সেটাকে রেকর্ড করে দুই সিনিয়র হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিমকে ভুতের ভয় দেখিয়েছিলেন মাশরাফি। তারা দুজন ভয়ে তটস্থ হয়ে রীতিমত কেঁদে দিয়েছিলেন। সে গল্প করতে গিয়ে মাশরাফি জানান, মানজার রানার গলাটা ছিল ভাঙ্গা ভাঙ্গা। ঠিক পুরুষদের মত ছিল না। ওর একটি মোবাইল ছিল, যা দিয়ে রেকর্ডিং করা যেত। এখন যেমন সব মোবাইলেই ওই রেকর্ডিং অপশন আছে, তখন তা ছিল না। তবে মানজার রানার মোবাইলে রেকর্ড করা যেত দেখে আমি তার কন্ঠের কান্নার রেকর্ড করে ফেলি। ওই রেকর্ড শুনে মনে হতো যেন কোন মেয়ে কাঁদছে। হোটেলে একটি ভয়ের গল্প প্রচলিত ছিল। ওই হোটেলটি ছিল এক ধনাঢ্য ব্যক্তির। ওই বিত্তবান তার এক পরিচারিকাকে বিয়ে করতে চেয়েছিলেন। নানা ঘটনায় ওই পরিচারিকা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। প্রায় রাতেই নাকি সেই হোটেলে তার বিলাফ শোনা যেত। এটা হচ্ছে তাদের কথা; কিন্তু আমাকে তো আর ওই ভুতের ভয় দেখিয়ে লাভ নেই। আমি এসেছি নড়াইল থেকে। নানা ভুত-প্রেতের গল্প শুনেই আমার বেড়ে ওঠা। আমি করছি কি আফতাব, নাফিস ইকবাল, রাজিন সালেহসহ আরও একজন একসাথে ঘুমাবে। আমার ঘরের জানালার কোন গ্রিল নেই। শুধু কাঁচ দেয়া। আমি ওদের ভয় দেখাতে ওই জানালা কিছুটা খুলে পর্দা টেনে দিয়ে বললাম আমি একটু পরে আসছি। আর রাত বারোটার কিছুক্ষণ পরে একটি সাদা চাদর নিয়ে ওই জানালাটা আরও খুলে ওই রেকির্ডংটা ওপেন করে কান্নার আওয়াজ ছেড়ে দিয়ে চাদরটা সারা শরীরে চড়িয়ে দুহাত ওপরে তুলে শুধু চোখ দুটি বের করে রেখেছি। আর তা দেখে ও কান্নার আওয়াজ শুনে সবাই তো ভয়ে শেষ। ওমা গো, ওমা ... বলে চিৎকার। চেঁচামেচি শুরু করে দেয় তারা। সবাই এক দৌড়ে আমার রুম থেকে বেরিয়ে সোজা রিসিপশনে গিয়ে হাজির। বলে আমাদের রুমের বাইরে ভুত। কান্নাকাটি করছে। রিসিপশন থেকে লোকজন গিয়ে খুঁজে দেখলো; কিন্তু কিছুই দেখলো না। আমি ততক্ষণে সোজা রুমের কাছে। আমাকে দেখে সবাই বলে, এই মাশরাফি এটা কি তুই করেছিস? আমি বললাম না আমি কেন করবো? ওরা বলে, জানিস কি হয়েছে? এ কথা বলে, সব খুলে বলতে শুরু করলো আমার কাছে। এরপর গেলাম দোতলায়। সেখানে জাভেদ ভাই (জাভেদ ওমর বেলিম) আর সুমন ভাই (হাবিবুল বাশার সুমন)-এর রুম পাশাপাশি। তাদের সাথে ওই ট্যুরে ভাবিরাও ছিলেন। আমি তাদের রুমের ঠিক বাইরে থেকে দরোজায় নক করেছি আর সেই নারী কন্ঠের কান্নার রেকর্ড বাজাতে শুরু করি। শুনে তো ভয়ে সুমন ভাইয়ের বউও কাঁদতে শুরু করেন। জাভেদ ভাইয়ের বউও কান্না জুড়ে দেন ভয়ে। জাভেদ ভাই একবার ভাবছেন, এটা আমি মানে মাশরাফি করছে। কিন্তু আবার ভয়ও পাচ্ছেন। ডরে-ভয়ে দরোজা খুলে বাইরে আসার সাহসও পাচ্ছেন না। শুধু মুখে বলছেন, দেখ মাশরাফি তুই এটা করিস না। তোর ভাবি প্রচন্ড ভয় পাচ্ছে। সে ভিতরে শুয়ে থেকেই বলছেন, মাশরাফি তুই এটা করিস না। আর সুমন ভাইতো ভিতু লোক। সে রিসিপশনে ফোন দিয়ে বলেছে, প্লিজ দেখো তো আমার রুমের বাইরে থেকে কে যেন নক করছে আর নারী কন্ঠের কান্নার শব্দ পাচ্ছি। রিসিপশন থেকে লোকজন আসার আগেই আমি আরেক ক্রিকেটারের রুমে ঢুকে গেছি। আমাকে আর পায় কি করে? রিসিপশনের লোকজন এসে সুমন ভাইকে বলে, স্যরি কেউ তো নেই। এক পর্যায়ে আমি ওই সাদা চাদর- যেটা দেখতে অনেকটা কাফনের কাপড়ের মত, তা শরীরে পেঁচিয়ে তার দরোজার বাইরে এসে আবার সেই কান্নার রেকর্ড বাজাই। এবার সুমন ভাই কাঁদো কাঁদো গলায় দরোজা খুলে বেরিয়ে এসে আমাকে লাথি মারতে থাকে। লাথি মেরেই দরজা বন্ধ করে সোজা বিছানায়। ওই ঘটনার পর দিন সকালে আমি আর নাস্তার টেবিলে যাইনি। সবার খাওয়া শেষে আমি নাস্তার টেবিলে গেছি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3c7EBhq
May 29, 2020 at 04:30AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.