করোনাভাইরাসের কারণে ঠিক এক বছর পিছিয়ে গেছে খেলাধুলার সবচেয়ে বড় আসর দ্য অলিম্পিক। চলতি বছরের জুলাই-আগস্টে হতে যাওয়া টোকিও অলিম্পিক পিছিয়ে নেয়া হয়েছে আগামী বছরের জুলাই-আগস্টে। আর এই সূচি পেছানোর ধাক্কা গিয়ে লেগেছে ২০২১ সালের ইয়ুথ কমনওয়েলথ গেমসে। অলিম্পিকের সঙ্গে সূচির সাংঘর্ষিকতার কারণে শুরুর এক বছর আগেই দুই বছর পিছিয়ে দেয়া হয়েছে এই ইয়ুথ কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমস ফেডারেশনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, গেমস ফেডারেশনের কার্যনিবাহী পরিষদের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে ২০২১ সালের কমনওয়েলথ ইয়ুথ গেমসের পরিবর্তিত সূচি খোঁজার। বিবৃতিতে আরও জানানো হয়েছে, করোনাভাইরাস মহামারীর প্রভাবে বিশ্ব ক্রীড়া সূচি ওলটপালট হয়ে গেছে। যে কারণে টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক পিছিয়ে নেয়া হয়েছে ইয়ুথ গেমসের সময়ে। ইতিবাচক আলোচনার পর কমনওয়েলথ গেমস ফেডারেশন সম্ভাব্য সেরা সময় বের করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। সেটা হতে পারে ২০২৩ সালে। প্রাথমিকভাবে ইয়ুথ কমনওয়েলথ গেমসের সপ্তম আসরটি হওয়ার কথা ছিল ২০২১ সালের ১ থেকে ৭ আগস্টে। আয়োজক দেশ ছিল ত্রিনিদাদ এন্ড টোবাগো। কিন্তু তখন অলিম্পিক হবে বিধায় ২০২৩ সালের আগে এটি করা সম্ভব হবে না। তবে আয়োজক হিসেবে ত্রিনিদাদ এন্ড টোবাগোকেই দেয়া হবে গুরুত্ব। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ymiy3r
May 02, 2020 at 07:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top