কলম্বো, ১১ মে - ওয়ানডের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। অবাক করা ব্যাপার হলো, তার একাদশে ভারত থেকে জায়গা পেয়েছেন মাত্র একজন, তিনি ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার। দিলশান মূলত একাদশটা বেছে নিয়েছেন যাদের সঙ্গে বা বিপক্ষে খেলেছেন, তেমন ক্রিকেটারদের নিয়ে। লঙ্কান সাবেক এই ব্যাটসম্যানের সেরা এগারোতে ওয়াসিম আকরামকে জায়গা করে দিতে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। ওপেনিংয়ে শচিনের সঙ্গে দিলশান রেখেছেন স্বদেশি সনাথ জয়সুরিয়াকে। তার মতে, শ্রীলঙ্কার ক্রিকেটে কিংবদন্তি একজন ওপেনার ছিলেন এই জয়সুরিয়া। তিনিই ১৯৯৬ সালে শ্রীলঙ্কার ওপেনিংয়ের ধারা বদলে দিয়েছেন বলে মনে করেন দিলশান। তিন নম্বরে আছেন ক্যারিবীয় ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। তাকে নিয়ে দিলশান বলেন, তাকে বল করা খুব কঠিন ব্যাপার ছিল। ইনিংস মেরামতের সহজাত একটা উপায় জানা ছিল তার। ক্রিজকে খুব ভালোভাবে ব্যবহার করতেন। স্পিনারদের বিপক্ষে পা ব্যবহার করে দারুণ সব শট খেলেছেন। তিনি এক্সট্রা কভারে হিট করতেন, সুইপ খেলতেন, খেলতেন কাটও। চার নম্বরে দিলশান রেখেছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহেলা জয়াবর্ধনেকে। চাপের মুখে বড় ম্যাচে এই ব্যাটসম্যান দারুণ খেলতে পারতেন, বলছেন দিলশান। পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং, তাকে আবার দলের নেতৃত্বেও রাখবেন লঙ্কান সাবেক ব্যাটসম্যান। পন্টিং আর সবার চেয়ে বেশি বিশ্বকাপ জিতেছেন, ব্যাটসম্যান হিসেবেও দারুণ ছিলেন-মত দিলশানের। ছয় ও সাত নম্বরে তিনি রেখেছেন দুই দক্ষিণ আফ্রিকান জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্সকে। দিলশানের দলে জ্যাক ক্যালিস অলরাউন্ডার আর ডি ভিলিয়ার্স উইকেটরক্ষক ব্যাটসম্যানের কোটায়। পেস আক্রমণে এই লঙ্কান রেখেছেন সুলতান অব সুইংখ্যাত পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালসকে। আকরামের জন্যেই গ্লেন ম্যাকগ্রাকে ১২তম সদস্য বানিয়ে দিয়েছেন দিলশান। আর স্পিন অস্ত্র হিসেবে অনুমিতভাবেই আছেন দিলশানের স্বদেশি সাবেক অফস্পিনার মুত্তিয়াহ মুরালিধরন আর অস্ট্রেলিয়ার লেগস্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। মুরালিকে নিয়ে দিলশান বলেন, আমার ক্যারিয়ারে আমি যাদের দেখেছি, তার মধ্যে অন্যতম সেরা স্পিনার ছিলেন মুরালি। ওয়ালশ যেমন মরা উইকেট থেকে বাউন্স আদায় করতে পারতেন, তিনিও তেমন তক্তা অথবা ঘাসের উইকেটে বল ঘোরাতে এবং উইকেট নিতে জানতেন। যে কোনো ট্র্যাকে তিনি বল ঘুরাতে জানতেন। আমার দেখা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অফস্পিনার তিনিই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YXFLcB
May 11, 2020 at 06:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top