ঢাকা, ০৯ মে- প্রায় ১৫ বছর পর নাচলেন মিথিলা। তথ্যটি দিলেন নিজেই। জানালেন, লকডাউন দীর্ঘ হলে এমন আরও অনেক সুপ্ত প্রতিভা বিকশিত হবে তার। জানা গেল, ৮ মে তার ফেসবুক দেয়ালে প্রকাশিত ভিডিও ও মন্তব্যের ঘরে চোখ বুলিয়ে। ভিডিওতে মিথিলা নেচেছেন কবিগুরুর মোর ভাবনার একি হাওয়ায় গানটির সঙ্গে। নিজের ঘরে নিজ মোবাইলে ধারণ করা ছোট্ট এই সাদামাটা ভিডিওটি দেখে মুগ্ধতার জোয়ার উঠেছে দুই বাংলায়। ঢাকার নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে কলকাতার কবি শ্রীজাত- সবার কণ্ঠেই মিথিলার নৃত্যপ্রতিভার প্রশংসা। মিথিলা জানান, স্কুল থেকে কলেজ পর্যন্ত নিয়মিতই নাচের সঙ্গে ছিলেন তিনি। কিন্তু এরপর গেল প্রায় ১৫ বছর নাচ করা হয়নি তার। লকডাউন না থাকলে, এবারও নাচটা হতো না বলেও শঙ্কা প্রকাশ করেছেন মিথিলা। তিনি বলেন, আমার ভারত মাতা সুমিতা দেবীর কারণে নাচটি করলাম। উনার শ্রীময়ী ক্লাব এর রবীন্দ্রজয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য। প্রায় ১৫ বছর তো হবেই, নাচ করি না। এটা লম্বা সময়। আশাকরি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে নাচটি দেখবেন সবাই। ভারত মাতা বলতে মিথিলা বোঝাতে চেয়েছেন তার শাশুড়িকে, মানে নির্মাতা সৃজিত মুখার্জির মা। মিথিলা বললেন, কদিন আগে শাশুড়ি বললেন, উনাদের ক্লাবের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে কিছু একটা করে পাঠাতে। মূলত এমন সুযোগটাকে কাজে লাগালাম নাচ দিয়ে। চিন্তা করলাম, যেহেতু ঘরেই বসে আছি- নাচ কেন নয়? অন্যদের মতো মিথিলাও লম্বা সময় কোয়ারেন্টিনে আছেন ঢাকার বাসায়। সঙ্গে আছে মেয়ে আইরা তাহরিম খান। মা-মেয়ে কোয়ারেন্টিন সময় পার করছেন ছবি এঁকে, ইয়োগা, নাচ আর গান করে। দিচ্ছেন ছড়ায় ছড়ায় করোনা সচেতনতার বার্তাও। এম এন / ০৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AeRCst
May 08, 2020 at 09:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top