মুম্বাই, ১৫ মে - বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ৭৭ বছর বয়সেও ক্লান্তি তাকে ছুঁতে পারেনি। এখনো তারুণ্যে উদ্দীপ্ত তার প্রাণ। সমান তালে বড় পর্দায় নতুন নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। এবার সুজিত সরকারের গুলাবো সিতাবো ছবিতে নতুন আঙ্গিকে আসছেন বিগ বি। ছবিটির শুটিং শেষ হয়েছে অনেক আগেই। এই লক ডাউনের মধ্যে এলো ছবির মুক্তির ঘোষণা। করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে। এর মধ্যেই অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি গুলাবো সিতাবো আগামী ১২ জুন মুক্তি পাবে। লকডাউনের মধ্যে কীভাবে ছবিটি মুক্তি পাবে ছবিটি? জানা গেছে, ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পাচ্ছে আমাজন প্রাইম ভিডিওতে। অমিতাভ বচ্চন, আয়ুষ্মার খুরানা, পরিচালক সুজিত সরকার সকলেই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। গত বছরই গুলাবো সিতাবোর লুকে দেখা যায় অমিতাভকে। সেখানে দেখা যায় মাথায় নামাজ পড়ার সাদা টুপি। তার ওপর মাফলার দিয়ে মাথা ঢাকা। গালভর্তি সাদা দাড়ি। চোখে গোল মোটা ফ্রেমের চশমা। দেখেই চমকে যেতে হয়। প্রথম দেখায় চেনা যায় না এটা অমিতাভ বচ্চনের ছবি। কিন্তু সত্যিটা হলো তাই-ই। বয়সকে হার মানিয়ে একের পর এক চমক দিয়ে যাওয়া অমিতাভ আবারও হাজির হয়েছেন চমক জাগানিয়া লুকে। পাশাপাশি অমিতাভ বচ্চনের সঙ্গে সাদামাটা চেহারাতে নজর কেড়েছিলেন আয়ুষ্মান খুরানাও। উল্লেখ্য, এর আগেও সুজিত সরকারের সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ ও আয়ুষ্মান। সুজিতের পিকু ছবিতে দেখা গিয়েছিল বিগ বি ও দীপিকা পাডুকোনকে। আয়ুষ্মানের প্রথম ছবি ভিকি ডোনরও সুজিতের হাত ধরেই। বক্স অফিসে সাফল্য পেয়েছিল ছবিটি। এন এইচ, ১৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AsyW8t
May 15, 2020 at 03:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top