ঢাকা, ১৩ মে - স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আর যে ফিরতে চায় না ক্লাবগুলো সেটা প্রফেশনাল লিগ কমিটিকে জানিয়ে দিয়েছিল গত ২৫ এপ্রিলের সভায়। লিগ কমিটির ওই সভার পরই মূলতঃ নির্ধারণ হয়ে আছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার প্রিমিয়ার লিগের এবারের আসরের ভাগ্য। লিগ হবে কি হবে না, এ সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার বাফুফের নির্বাহী কমিটির। তাইতো লিগ কমিটির ওই সভায় নিজেরা লিগ বাতিলের পক্ষে রায় দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বল ঠেলে দেয় বাফুফের কোর্টে। আগামী রোববার জরুরি সভা করে বাফুফে লিগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যারা খেলবে সেই ক্লাবগুলো যখন না করছে তখন লিগ হয় কি করে? ধরেই নেয়া যায় লিগ বাতিলের আনুষ্ঠানিক ঘোষণাই কেবল বাকি। ক্লাবগুলো ক্যাম্প বন্ধ করে দেয়ার পর স্থানীয় ফুটবলাররা যে যার বাড়ি চলে গেছেন। ছিলেন শুধু বিদেশি কোচ আর ফুটবলাররা। তারাও ধীরে ধীরে দেশে পাড়ি জমাচ্ছেন বিশেষ বিমানে। সর্বশেষ সোমবার রাতে ঢাকা ছেড়েছেন আবাহনীর পর্তুগিজ কোচ। লিগ আর হচ্ছে না- সবকিছুতেই সেই আবহ বিরাজ করছে। বাফুফের জরুরি সভার আগে সোমবার ভার্চুয়াল সভা করেছে বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (বিএফসিএ)। এ সভায় ১৩ ক্লাবের মধ্যে অংশ নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টি ক্লাব লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন, পুলিশ ফুটবল ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব। এ সভায়ও সদ্ধান্ত হয়েছে লিগ না খেলার। এ অবস্থায় কিছুতেই লিগ খেলা সম্ভব নয়। আমরা খেলতেও চাই না। বাফুফের উচিত দ্রুত সিদ্ধান্ত দেয়া। তাদের সিদ্ধান্তহীনতায় ক্লাবগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রায় তিন সপ্তাহ হতে চললো লিগ কমিটির সভা হয়েছে। এরপরও বাফুফে কোনো সিদ্ধান্ত দিচ্ছে ন। তাদের সিদ্ধান্তহীনতার কারণে দেশের ক্লাব ক্ষতিগ্রস্থ হচ্ছে, ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের ফুটবল। আমরা চিঠি দিয়ে বাফুফেকে জানিয়ে দিচ্ছি যে, লিগ খেলতে চাই না- বলেছেন বাংলাদেশ ফুটবল ক্লাব সমিতির সভাপতি তরফদার মো. রুহুল আমিন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ctX3BM
May 13, 2020 at 04:49AM
13 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top