ঢাকা, ২৫ মে- করোনাভাইরাসের কারণে কাটছে গৃহবন্দী ঈদ। এর মাঝেই পরিবারের সবাইকে নিয়ে ভালো সময় কাটাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। সবাইকে তিনি আহ্বানও জানিয়েছে, ঘরে থেকে পরিবারকে নিয়ে ঈদের সময় কাটানোর। নিজের ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক। এর আগে রোববার রাতে তিনি দিয়েছেন এক সারপ্রাইজের ঘোষণা। মঙ্গলবার (২৬ মে) মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হবে। সে উপলক্ষ্যে তিনি এক বিশেষ ঘোষণা দেবেন নিজের ফেসবুক পেজে। যা জানা যাবে রাত ১০টায়। এ কথা জানিয়ে মুশফিক লিখেছেন, আলহামদুলিল্লাহ্! খুবই সৌভাগ্যশালী এক রমজান কাটালাম আমরা। আপনারা যেমনটা জানে, ২৬ মে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে, যা সবাই পছন্দ করবেন আমি নিশ্চিত। বাংলাদেশ সময় রাত ১০টায় আমার ফেসবুক পেজের লাইভে চোখ রাখুন এবং সারপ্রাইজ জানতে পাবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন এবং আমাদের ক্ষমা করুন। এদিকে নিজের ক্যারিয়ারের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতি বছরের একটি করে সেরা অর্জনের কথা ভক্ত-সমর্থকদের জানিয়েছেন মুশফিক। এখনও পর্যন্ত জানা গেছে ১৪ দিনের কথা। আজ (সোমবার) রাতে হয়তো ১৫তম দিন নিয়ে বিশেষ কোন ঘোষণা দিতে চলেছেন তিনি। ১৪ বছরে মুশফিকের ১৪টি সেরা অর্জন ২০০৬- জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জয় ২০০৭- বিশ্বকাপে মুশফিকের উইনিং শটে ভারতের বিপক্ষে বিপক্ষে ঐতিহাসিক জয় ২০০৮- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জয় ২০০৯- ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করা ২০১০- টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ২০১১- অধিনায়ক হিসেবে যাত্রা শুরু ২০১২- এশিয়া কাপের দুর্দান্ত পারফরম্যান্স ২০১৩- দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ ২০১৪- অনেক শেখার বছর ২০১৫- স্বপ্নের মতো বছর। বিশ্বকাপ, পাকিস্তান সিরিজ, ভারত সিরিজ, দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০১৬- ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয় ২০১৭- চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা ২০১৮- শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ইনিংস ২০১৯- ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় ২০২০- দেশের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংস (অপরাজিত ২১৯) খেলা সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2X12tza
May 25, 2020 at 01:54PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.