করোনাভাইরাসের কারণে শেষমেশ সমাপ্ত ঘোষণা করে দেয়া হলো স্কটল্যান্ডের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট স্কটিশ প্রিমিয়ার লিগ। গত ১৩ মার্চ স্থগিত করা হয়েছিল এই লিগ। আর এবার সব দলের সম্মতিক্রমে শেষই করে দেয়া হলো বাকি খেলাগুলো। লিগ শেষ হওয়ার ফলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে সেল্টিককে। খেলা স্থগিত হওয়ার আগে ৩০ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রেঞ্জার্সের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে ছিল তারা। এ নিয়ে টানা নবমবারের মতো শিরোপা জিতল সেল্টিক। তবে সরাসরি পয়েন্টের ভিত্তিতে নয়, শিরোপা নির্ধারণ করা হয়েছে ম্যাচপ্রতি পয়েন্টের ভিত্তিতে। সেখানে ম্যাচপ্রতি ২.৬৬৭ পয়েন্ট নিয়ে সবার সেরা ছিল সেল্টিক। তাই শিরোপা মিমাংসা করতে সমস্যা হয়নি আয়োজকদের। সেল্টিকের চ্যাম্পিয়ন হওয়া লিগ থেকে অবনমন হয়েছে হার্টসের। সমান ৩০ ম্যাচে তাদের সংগ্রহ ছিল মাত্র ২৩ পয়েন্ট। ম্যাচপ্রতি যা দাঁড়ায় ০.৭৬৬ পয়েন্টে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WJo6Um
May 20, 2020 at 05:44AM
20 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top