ঢাকা, ১০ মে - করোনাভাইরাসে শুধু অকাতরে প্রাণনাশের ঘটনাই ঘটছে না, থেমে গেছে জীবনের যত কলরব। এ প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে মুখের হাসি। প্রতিদিনকার কর্মকান্ড বন্ধ, খেলাধুলা থেকে শুরু করে সবরকম সুস্থ বিনোদনও বন্ধ। একটা গুমোট ভাব চারিদিকে। তার বদলে রাজ্যের শঙ্কা এসে ভর করেছে সবার মনে। এ উদ্বেগ-উৎকন্ঠায় অল্প সময়ের জন্য হলেও ক্রিকেট অনুরাগীদের মনে খানিক স্বস্তির পরশ বুলিয়ে দিচ্ছেন তামিম ইকবাল। করোনায় নতুন ভুমিকায় দেশসেরা ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সেশনে এবার সঞ্চালকের ভূমিকায় তামিম। গতিশীল, প্রাণবন্ত উপস্থাপনা আর চমৎকার সঞ্চালনে বেশ উপভোগ্য হয়ে উঠেছে তামিমের এসব লাইভ। পর্যায়ক্রমে ব্যাটিংয়ে দলের সবচেয়ে বড় নির্ভরতা মুশফিকুর রহিম, বিপদের বন্ধুখ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ, দেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, এবং দুই স্পিডস্টার রুবেল হোসেন-তাসকিন আহমেদরা এসেছেন তামিমের লাইভ শোতে। আজ (রোববার) রাতে আবার তামিম আসছেন ফেসবুক লাইভে। এবার সমসাময়িক কেউ নন, সামাজিক যোগাযোগ মাধ্যমে করা তামিমের লাইভে অতিথি হয়ে আসছেন তার অগ্রজপ্রতিম দেশের ক্রিকেটের তিন উজ্জ্বল নক্ষত্র, তিন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার। রাত সাড়ে ১০টায় শুরু হবে তামিমের ফেসবুক লাইভ। জানা গেছে, এ ফেসবুক লাইভে বিশেষ অতিথি হিসেবে যেকোন একপর্যায়ে মোহাম্মদ আশরাফুলও নাকি থাকবেন। যেভাবে আগের লাইভে রুবেল ও তাসকিনের সঙ্গে ছিলেন নাসির হোসেন, সেভাবেই আজ তিন সাবেক অধিনায়কের সঙ্গে থাকবেন আরেক সাবেক অধিনায়ক আশরাফুলও। বলার অপেক্ষা রাখে না, আজ যে তিন অতিথি আসছেন ফেসবুক লাইভে তার একজন হাবিবুল বাশার তামিমের প্রথম ক্যাপ্টেন। বাকি দুজন অর্থাৎ নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজনের সঙ্গে অবশ্য তামিমের খেলা হয়নি। তারা দুজন তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর আগেই অবসরে চলে গিয়েছিলেন। এখন তিনজনই বোর্ডের উচ্চ পদে। নাইমুর রহমান দুর্জয় আর খালেদ মাহমুদ সুজন বোর্ড পরিচালক আর হাবিবুল বাশার অন্যতম নির্বাচক। সেই খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত তিনজনই জড়িয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। খালেদ মাহমুদ সুজন আর নাইমুর রহমান দুর্জয় ছিলেন যুব দলেরও অধিনায়ক। আইসিসি ট্রফি বিজয়ের আগে বিদেশ থেকে প্রথম ট্রফি জিতে আসা যুব দলের অধিনায়ক হলেন নাইমুর রহমান দুর্জয়। হাবিবুল বাশারও যুব দলে খেলেই প্রথম লাইম লাইটে আসেন। দেশের ক্রিকেটের এই তিন নামী ক্রিকেট যোদ্ধার সেই সব সোনালি দিন নিয়ে তামিমের ফেসবুক লাইভ দেখতে মুখিয়ে আছেন অগণিত ক্রিকেট অনুরাগি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YVIIKm
May 10, 2020 at 06:48AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.