ওয়েলিংটন, ২১ মে- বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাই ভীষণ চাহিদা কেন উইলিয়ামসনের। তবে ব্যস্ততার কারণে সব ধরনের লিগে খেলা হয়ে উঠে না নিউজিল্যান্ড অধিনায়কের। তিনি কি সময় বের করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসতে পারবেন? বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন নিউজিল্যান্ড অধিনায়ক। গত বছর নাম লিখিয়েছেন কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও। এবার উইলিয়ামসনকে বিপিএল খেলার আমন্ত্রণ জানালেন তামিম ইকবাল। বাংলাদেশি ওপেনারের ফেসবুক লাইভ সেশনে আজ (বৃহস্পতিবার) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইলিয়ামসন। সেখানেই নানা কথার এক পর্যায়ে কিউই দলপতিকে বিপিএল খেলার প্রস্তাব দেন তামিম। জবাবে টাইগার ক্রিকেট ভক্তদের আশার বাণীই শোনালেন উইলিয়ামসন। তিনি বলেন, আমি খুবই আগ্রহী। সময় বের করতে পারলে অবশ্যই চাইব বিপিএল খেলতে। এটা সম্ভবত দারুণ একটা টুর্নামেন্ট, যেখানে অনেক প্রতিযোগিতা হয়। দেখা যাক সামনে কি হয়। এর আগে নিজের এই লাইভ সেশনে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকেও বিপিএল খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন তামিম। দেশসেরা এই ওপেনার ডু প্লেসিসকে প্রস্তাব দেন নিজের দলে খেলারই। সাবেক প্রোটিয়া অধিনায়কও হতাশ করেননি। বলেছেন, আমি অবশ্যই আসব বিপিএল খেলতে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WQAMsF
May 21, 2020 at 08:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top