কলকাতা, ২১ মে- ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে পুরো পশ্চিমবঙ্গ লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের তীব্রতা এতোটাই ছিল যে, এতে কেঁপে উঠেছে খোদ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ভবন নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ই এ কথা জানিয়েছেন সাংবাদিকদের। বুধবার (২০ মে) সন্ধ্যার দিকে আম্ফানের তাণ্ডবের মাঝেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। এ সময় তিনি বলেন, আমরা ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে আছি। একটা ডিজাস্টার হয়েছে, আমরা শকড। আমরা খুবই স্তম্ভিত, খুব খারাপ লাগছে। তিনি বলেন, হাওড়ায় যে নবান্ন ভবন সেটিও ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে। গোটা ভবন কাঁপছিল। অর্ধেক ভবন প্রায় ভেঙে গেছে এরকম অবস্থা। নবান্নে মমতার নিজের কক্ষে প্রবেশ করতেই অসুবিধা হচ্ছিল বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নবান্নেরই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কী পরিস্থিতি, ভাবা যায় না! পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, আমরা এই দুর্যোগ থেকে অবশ্যই ঘুরে দাঁড়াবো। আপনাদের সহায়তায় আমরা এই সঙ্কট কাটিয়ে উঠবো। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা ৯৯ শতাংশ ধ্বংস হয়ে গেছে। আমাদের অফিসের অর্ধেক ভেঙে গেছে। কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল, লাখ কোটিও ছাড়াতে পারে। তিনি বলেন, ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পেয়েছি। ধ্বংসের পুরো চিত্র বুঝতে ১০-১২ দিন লেগে যাবে । মমতা বলেন, এলাকার পর এলাকা ধ্বংস হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন। প্রশাসন ও সাধারণ মানুষের সাহায্যে ৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে সক্ষম হয়েছিলাম। একটা যুদ্ধকালীন কঠিন পরিস্থিতি মোকাবিলা করলাম। মাঝরাত অবধি হয়ত এই অবস্থা চলবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZpcyYg
May 21, 2020 at 09:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top