ইসলামাবাদ, ১৩ মে - খেলাধুলায় ইংরেজির ব্যবহার আবশ্যিক নয়। সংশ্লিষ্ট খেলার সকল স্কিলস থাকলে ভাষা কোন সমস্যাই হতে পারে না। কিন্তু ইংরেজি জানার পরেও না জানার ভান করে থাকা কখনও কখনও ঘটাতে পারে বিপদ। যার অন্যতম উদাহরণ পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ। ২০১৭ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন ইয়াসির। এর মধ্যে একটিতে তিনি কোন পাত্তাই দেননি অধিনায়ক স্যাম নর্থইস্টের কথায়। ভান করে থাকেন ইংরেজি না বোঝার। অথচ ইংরেজি বেশ ভাল বুঝতে ও বলতে পারেন তিনি। কিন্তু ওরচেস্টারের বিপক্ষে সে ম্যাচে অধিনায়কের কথা শুনেও না বোঝার ভান করে ছিলেন এ বর্ষীয়ান স্পিনার। যার ফলে ম্যাচটিই হেরে যেতে হয় ইয়াসিরের দল কেন্টকে। প্রায় তিন বছর সেই স্মৃতি আওরালেন কেন্টের তখনকার অধিনায়ক স্যাম নর্থইস্ট। টু হ্যাকস, ওয়ান প্রোতে সেই ম্যাচের স্মৃতি মনে করে নর্থইস্ট বলেছেন, মৌসুমের শুরুতে আমাদের দলে ছিল ওয়েন পারনেল। সে চলে যাওয়ার পর তার জায়গায় অ্যাডাম মিলনের আসতে খানিক সময় লাগছিল। মাঝের সময়টাতে শুধু ইয়াসির শাহই খালি না। যখন আপনার হাতে বিশ্বের সেরা বোলারকে খেলানোর সুযোগ থাকে, তখন সেটাকে মানা করে দেয়া খুব কঠিন। ওরচেস্টারকে তারা ৩৯৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিলেন। যা কি না মাত্র একদিন অর্থাৎ ৯০ ওভারের মধ্যে করতে হতো দলটিকে। এদিকে নিজের অস্ত্রভাণ্ডারে ইয়াসিরের মতো বারুদ থাকায়, পুরোপুরি নিশ্চিন্ত ছিলেন নর্থইস্ট। কিন্তু দিন শেষে হাসি টেকেনি তার মুখে। তিনি বলেন, ম্যাচটা ছিল ওরচেস্টারে। সেটাই আমার অধিনায়কত্ব ক্যারিয়ারে অন্যতম বাজে একটা দিন। আমরা তাদের সামনে একদিনে ৪০০ (৩৯৯) রানের লক্ষ্য দিলাম। রাতে আমার দারুণ ঘুম হয়েছিল। কারণ আমার হাতে ইয়াসির শাহ আছে। ভাবছিলাম হয়তো লাঞ্চের মধ্যেই ম্যাচ শেষ করে দেবে সে। যাইহোক, সেদিন লাঞ্চ পর্যন্ত সময় মাত্র ১ উইকেট হারায় ওরচেস্টার। ইয়াসির তখনও উইকেটশূন্য। আমি তখন তার কাছে গিয়ে ফিল্ড পরিবর্তন, বোলিংয়ে বৈচিত্রের ব্যাপারে কথা বলছিলাম। কিন্তু সে এমন ভাব করল যেন আমার কথা কিছুই বুঝতে পারছে না। অথচ অন্যদের সঙ্গে ইংরেজিতে পুরোদমে কথা বলছিল। আমার মনে হচ্ছিল, কী হচ্ছে এখানে? সে আমার কথা একদমই শুনছে না। লাঞ্চ ব্রেকে আমি ইয়াসিরের আগে ভিডিও দেখে ভাবছিলাম, এই বোলার নিশ্চয়ই একটা সময় কাজের কাজ করে দেবে। দলের অন্যরা এসে আমাকে বলছিল, আমি যেন ইয়াসিরকে বলি আরেকটু গতি কমিয়ে বোলিং করতে। আমি তখন বোঝাতে চাইলাম যে, এটাই বলছি আমি। কিন্তু সে আমার কথা শুনছেই না যেমন। তবু সে বিশ্বের এক নম্বর বোলার। তাই তাকে তার মতো করে আক্রমণ করতে দিচ্ছিলাম আমি। কিন্তু শেষপর্যন্ত ম্যাচটি হেরে যায় কেন্ট। ড্যারেল মিচেল (১৪২) জো ক্লার্ক (১১০) মিলে ১৭৫ রানের জুটি গড়লে মাত্র ৮১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওরচেস্টার। ইয়াসির ১৩২ রান খরচায় ৫ উইকেট নিলেও সেটা দলের কোন কাজে আসেনি। নর্থইস্ট বলেন, চা পানের বিরতির পর ইয়াসির গতি কমিয়ে বোলিং শুরু করে। তার আগপর্যন্ত একটা উইকেটও পায়নি সে। ক্লার্ক ও মিচেল অবিশ্বাস্য ব্যাটিং করে ম্যাচটা জিতে নেয়। ইয়াসির ২০ মিনিটের ব্যাপারে ৬ উইকেট (৫) নিয়ে নেয়। আমরা ম্যাচে ফিরছিলাম। কিন্তু শেষপর্যন্ত আর হয়নি। আমার অধিনায়কত্ব সেদিন ভাল হয়নি। তাই আপনার দলে বিশ্বের সেরা বোলার থাকলেই সবসময় জেতার গ্যারান্টি নেই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fJ2SNI
May 13, 2020 at 06:41AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.