ইসলামাবাদ, ১৯ মে- পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের শেষ মৌসুমে কাশ্মীর দলকে নেতৃত্ব দিতে চান শহীদ আফ্রিদি। এ ইচ্ছা প্রকাশ করে ফের বিতর্কে জড়ালেন তিনি। ভারতীয় সোশ্যাল অ্যাক্টিভিস্টরা যে যার মতো করে তাকে ধুয়ে দিচ্ছেন। এর আগে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে সমালোচিত হন আফ্রিদি। তিনি দাবি করেন, কাশ্মীরি ভাই-বোনদের জোর করে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ভারতীয় সরকার। করোনাভাইরাসের চেয়েও বড় রোগ বাসা বেঁধেছে মোদির মনে। আফ্রিদির ইট মারার জবাব দ্রুত পাটকেল ছুড়ে দেন টিম ইন্ডিয়ার সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ানরা। তাকে কাশ্মীরের আশা ছেড়ে দিতে বলেন তারা। বরং পিছিয়ে পড়া নিজ দেশের উন্নয়নে মনোনিবেশ করতে বলেন। কিন্তু তারপরও থামছেন না আফ্রিদি। একের পর এক সমালোচনার তীরেও নিজের অবস্থান থেকে নড়ছেন না তিনি। উলটো সাবেক এই পাকিস্তানি অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের শেষ পিএসএলে কাশ্মীর নামে কোনো দলকে নেতৃত্ব দিতে চান। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে এ নিয়ে আবেদনও জানিয়েছেন আফ্রিদি। আগামী মৌসুমে পিএসএলে কাশ্মীর নামে নতুন দল অন্তর্ভুক্ত করার তীব্র দাবি তুলেছেন তিনি। শুধু তাই নয়, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ক্রিকেট একাডেমি ও স্টেডিয়াম দেখতে চান আফ্রিদি। এজন্য পিসিবির কাছে আর্জি জানিয়েছেন তিনি। প্রয়োজনে করাচি থেকে নিজে সেখানে গিয়ে সেই একাডেমির সুযোগ-সুবিধা খতিয়ে দেখবেন। সাবেক পাক অলরাউন্ডার বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ১২৫টি ক্রিকেট ক্লাব রয়েছে। তাদের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করা হোক। সেখান থেকে ক্রিকেটারদের বাছাই করে করাচি নিয়ে আসা হোক। তাদের পরিচর্যায় যা যা করার দরকার সব করব আমি। তারা আমার সঙ্গে থাকতে পারবে, অনুশীলন করতে পারবে। ওদের শিক্ষার ব্যবস্থাও করে দেব আমি। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন/ইন্ডিয়া টুডে আর/০৮:১৪/১৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bMZUER
May 19, 2020 at 02:13PM
19 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top