তার খেলার ধরণ অনেকটা গ্যাব্রিয়েল হেসুসের মত। অল্প কদিনেই নজরে এসে গেছেন বড় ক্লাবগুলোর। ১৭ বছর বয়সী পালমেইরার্স ফরোয়ার্ড গ্যাব্রিয়েল ভেরনকে নিয়ে তো রীতিমত কাড়াকাড়ি চলছে ইংলিশ দুই ক্লাব আর্সেনাল আর এভারটনের। ট্রাইবাল ফুটবল- এর এক প্রতিবেদনে এসেছে, গ্রীষ্মের দলবদলেই গাব্রিয়েল ভেরনকে দলে ভেড়ানোর চেষ্টায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে আর্সেনাল আর এভারটন। ব্রাজিলের সিনিয়র দলে ভেরনের অভিষেক হয়েছে বেশিদিন যায়নি। বড়দের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছেন। এর মধ্যে দুই গোলের সঙ্গে করেছেন একটি অ্যাসিস্ট। মূলত অনূর্ধ্ব ১৭ দলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েই নজরে আসেন ভেরন। ২০১৯ সালে ব্রাজিলকে যুব বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক ছিলেন এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে তার পা ছুঁয়ে আসে তিনটি করে গোল আর অ্যাসিস্ট। ফলে গোল্ডেন বলও জেতেন ব্রাজিলের সম্ভাবনাময়ী এই তারকা। তারপর থেকেই বড় ক্লাবগুলোর নজরে। আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে এদু যোগ দেয়ার পরই ব্রাজিলিয়ান ট্রান্সফার মার্কেটে ঝুঁকে পড়েছে ক্লাবটি। গত গ্রীষ্মে তারা চুক্তি করে টিনএজ ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেলির সঙ্গে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গানাররা ফ্ল্যামিঙ্গো থেকে ধারে দলে ভেড়ায় পাবলো মারিকে। তার সঙ্গে এবার স্থায়ী চুক্তি হওয়ার কথা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SGH0ZE
May 06, 2020 at 05:31AM
06 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top