মুম্বাই, ০১ মে - দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২৯ এপ্রিল মারা গেছেন অভিনেতা ইরফান খান। তার মৃত্যু গভীর ক্ষত তৈরি করেছে হিন্দি সিনেমায়। বলিউডের পাশাপাশি ইরফান ছিলেন হলিউডেরও নিয়মিত অভিনেতা৷ লাইফ অব পাইয়ের মতো অস্কারজয়ী ছবিতেও তার দেখা মিলেছে। কাজ করেছেন আরও কিছু হলিউডি ছবিতে। তাই হলিউডের শিল্পীদের কাছেও তিনি ছিলেন প্রিয় একজন মানুষ। তার মৃত্যুর বিষাদ সেখানেও বেদনা জাগিয়েছে। ইরফানের জন্য শোকবার্তা জানিয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, ন্যাটালি পোর্টম্যান, সালমা হায়েকের মতো অভিনেত্রীরা। পোর্টম্যান লিখেছেন, ইরফানের পরিবারের প্রতি ভালোবাসা রইল। ন্যাটালি পোর্টম্যানের সঙ্গে ইরফানকে দেখা গিয়েছিল মীরা নায়ারের নিউ ইয়র্ক আই লাভ ইউ ছবিতে। শোক প্রকাশ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাত্কারে অ্যাঞ্জেলিনা বলেছেন, ইরফান খানের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার আ মাইটি হার্ট ছবিতে। শিল্পী হিসেবে তাকে আলাদা করত সুন্দর ব্যবহার। যে কোনো দৃশ্যে তাকে অভিনয় করতে দেখা এক দারুণ অভিজ্ঞতা। তার কমিটমেন্টের ইনটেনসিটি এবং হাসি মুখ কখনো ভোলার নয়। আমি এই দুঃসময়ে ইরফানের পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের সমবেদনা জানাচ্ছি। ইরফানের মৃত্যুতে শোকবার্তা দিয়ে টুইট করেছেন জুরাসিক ওয়ার্ল্ডের সহ অভিনেতা ক্রিস প্র্যাটও। তালিকায় রয়েছেন স্লামডগ মিলিওনেয়ারের পরিচালক, ড্যানি বয়েল। তিনি বলেন, স্লামডগ মিলিওনেয়ার তৈরিতে এক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইরফান। অসাধারণ অভিনেতা ছিলেন। যদিও কাগজে কলমে তার চরিত্র দীর্ঘ ছিল না, কিন্তু অসামান্য দক্ষতায় দর্শকের মন জয় করেছিলেন তিনি। অভিনেত্রী সালমা হায়েক ইরফানের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ইরফানের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। তার বড় ভক্ত ছিলাম। ওর সঙ্গে দেখা করারও সৌভাগ্য হয়েছিল আমার। দারুণ এক অভিনেতা। একজন অসাধারণ মানুষ। ঈশ্বরের কাছে ইরফানের আত্মার শান্তি কামনা করছি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SpYpWd
May 01, 2020 at 07:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top