জার্মান বুন্দেসলিগা দিয়েই করোনার মধ্যে মাঠে ফিরে এলো ফুটবল লিগ। দর্শকশূন্য স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো জার্মান বুন্দেসলিগার মৌসুমের বাকি অংশ। প্রথমদিনই অনুষ্ঠিত হয়েছে মোট ৬টি ম্যাচ। মাঠে নেমেছে ১২টি দল। করোনার মধ্যেই ফুটবল মাঠে ফেরানোর উদ্যোগ সবার আগে নিয়েছে জার্মানিই। স্বাস্থ্যবিধি মেনে নানা প্রক্রিয়া শেষে মাঠে গড়ালো বুন্দেসলিগা। ইউরোপের সেরা ৫টি লিগের একটি। জার্মান বুন্দেসলিগার দিকেই তাকিয়েছিল যেন সারা ফুটবল দুনিয়া। সবারই শঙ্কার বিষয়, কিভাবে শুরু করা হবে ফুটবল! এ কারণে খেলা জার্মানিতে হলেও ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ইতালি থেকে শুরু করে পুরো ফুটবল দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছিল বুন্দেসলিগার রিটার্ন নিয়ে। অবশেষে যখন মাঠে গড়ালো, তখন উচ্চাস প্রকাশ করতে দেখা যাচ্ছে অন্য দেশের সব নামি-দামি ফুটবলারকে। বলতে গেলে সারা ফুটবল দুনিয়াই আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বসেছিল টিভির সামনে। পিএসজির সুপার স্টার কাইলিয়ান এমবাপে তার নিজের উচ্চাস তো কোনোভাবেই চেপে রাখতে পারেননি। টুইটারে কিছুই লেখেননি। ফুটবল এবং একটি টিভির ইমোজি দিয়ে হ্যাশট্যাগে লিখেছেন বরুশিয়া ডর্টমুন্ড এবং শাল্কে জিরোফোরের কথা। এরপর হ্যাশট্যাগে লিখছেন বুন্দেসলিগা ব্যাক। ম্যানইউ স্টার মার্কাস রাশফোর্ড আরও উচ্চসিত। খেলা শুরুর আগে তিনি লিখেছেন, ওহ মাই ডেইজ, সত্যিই আমি কোনোভাবে আর অপেক্ষা করতে পারছি না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2At9C26
May 17, 2020 at 05:19AM
17 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top