ঢাকা, ২৩ মে - রূপালি পর্দার নায়ক অনন্ত জলিল অসম্ভবকে সম্ভব করে চলেন সিনেমার গল্পে। পর্দার বাইরেও তিনি মানবিক একজন মানুষ। বিপদে আপদে ছুটে যান মানুষের পাশে। করোনাভাইরাসের প্রকোপ শুরুর দিনগুলো থেকেই সবসময় অসহায় মানুষদের পাশে থাকছেন এই নায়ক। এই দুর্দিনে সত্যিকারের নায়ক হয়ে উঠেছেন তিনি। দফায় দফায় কয়েক হাজার মানুষকে সহযোগিতা করেছেন। ঈদের আগে এক হাজার ২৫০ জনকে ২০০০ টাকা করে মোট ২৫ লাখ টাকা পাঠিয়েছেন অনন্ত জলিল। এবার আরও ১৩০০ মানুষের মাঝে খাবার ও টাকা বিতরণ করলেন। শুক্রবার একটি ভিডিও বার্তার মাধ্যমে অনন্ত জলিল জানিয়েছেন বিষয়টি। ভিডিওটিতে দেখা যাচ্ছে অনন্তের ত্রাণ নিতে জড়ো হয়েছে মানুষ। অনন্ত জলিল বলেন, আমরা সবাইকে সহযোগিতা করতে চাই। মোহাম্মদপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনারা সুন্দরভাবে ত্রাণ বিতরণের সুব্যবস্থা করে দেন। আজ আমরা যে খাবার বিতরণ করছি এটা আমার ম্যাডামের জাকাত। এছাড়া আমরা গতকাল নগদ অ্যাকাউন্টে ২৫ লক্ষ টাকা জমা দিয়েছি আজ সাড়ে ১২শ মানুষ ২০০০ টাকা করে পেয়ে যাবেন। অনন্ত বলেন, আমরা আছি। আমরা আগামীতেও থাকব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে আল্লাহ দিক। আমি যতদিন বেঁচে থাকব। আমার ফ্যামিলি যতদিন বেঁচে থাকবে- এ কার্যক্রম চলবে। ভালো থাকবেন সবাই। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রাজীব বলেন, ধন্যবাদ আমাদের সম্মানিত নাগরিক অনন্ত জলিল ভাইকে। ধারাবাহিকভাবে গরিব মানুষগুলোকে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। আমরা থানা থেকে তাকে সহযোগিতা করছি। সবাই মোটামুটি একটা দূরত্ব বজায় রেখে এখানে বসেছে। এদিকে সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে অনন্ত জলিলের সিনেমা দিন দ্য ডে সিনেমা। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। হলিউডি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বর্ষাসহ ইরান-বাংলাদেশের অনেক শিল্পীদের। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WWuzLW
May 23, 2020 at 05:42AM
23 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top