কলকাতা, ২২ মে - পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করে ঘূর্ণিঝড় আমফানের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমবেদনাও জানান তিনি। শুক্রবার, ঢাকায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। ফোনেই তিনি খোঁজ খবর নেন প্রতিবেশী ভারতের এই অঙ্গরাজ্যের পরিস্থিতি। দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে পশ্চিমবঙ্গ সরকার, এমনই আশা প্রকাশ করেন শেখ হাসিনা। সমবেদনা জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সামুদ্রিক ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গের তিনটি উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর তছনছ। কলকাতা লণ্ডভণ্ড। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে ৭০ জনের বেশি মৃত। আমফান পরে বাংলাদেশে প্রবেশ করে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপের আকার নেয়। এই সুপার সাইক্লোনের কারণে, বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশের তিনটি বিভাগ বরিশাল, খুলনা, চট্টগ্রামের বিভিন্ন জেলা। উপজেলার জনজীবন বিপর্যস্ত। বিশেষ সমুদ্র তীরবর্তী এলাকাগুলির তথৈবচ অবস্থা। আমফান হামলায় ১৭ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। প্রচুর ঘরবাড়ি ধংস, ৫১ লক্ষ মানুষ সরাসরি এই সুপার সাইক্লোনের কারণে বিচ্ছিন্ন। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে খবর,আমফান উপকূল পেরিয়ে রাজশাহী পর্যন্ত গিয়েই বিলীন হয়। অন্যদিকে এই সুপার সাইক্লোনের তাণ্ডবের পর ক্ষতি তুলনামূলক পশ্চিমবঙ্গতেই বেশি। আবহাওয়াবিদ, প্রকৃতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, সুন্দরবন এবারেও সামুদ্রিক ঘূর্ণিঝড়ের শক্তি কমিয়ে দিয়েছে। ফলে বিপুল ক্ষতির হাত থেকেবেঁচেছে বাংলাদেশ। সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ২২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zl1qAU
May 22, 2020 at 11:18AM
22 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top