মুম্বাই, ১২ মে - আজান নিয়ে বিরুপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের জনপ্রিয় গায়ক সনুনিগম। আবারও এক কাজ করেছেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। মাইকে আজানের বিরোধিতা করে একটি টুইট করেছিলেন তিনি। লাউড স্পিকারে আজান বাজানো বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন জাভেদ। তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। জাভেদ আখতার টুইটে লিখেছেন, ৫০ বছর লাউড স্পিকারে আজান চালানো বন্ধ ছিল। তার পরে সেই অনুমতি দেওয়া হয়। কিন্তু অন্যের অসুবিধা করে লাউড স্পিকারে আজান চালানো বন্ধ হওয়া উচিত। এরপর নেটিজেনদের নানা কমেন্টের মাধ্যমে আক্রমণের শিকার হত তিনি। এআইএমআইএম নেতা আসিম ওয়াকার জাভেদ আখতারের উদ্দেশ্যে বলেন, তিনি (জাভেদ আখতার) আসলে মুসলিমই নন। জাভেদ আখতারের এই মন্তব্যের পিছনে আরএসএস যোগ রয়েছে বলেও দাবি করেন কেউ কেউ। তার এই মন্তব্যের কমেন্টে কেউ কেউ লিখেছেন, আপনি মুসলিম হয়ে কী ভাবে এই কথা বলতে পারলেন। এন এইচ, ১২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WoY3lm
May 12, 2020 at 04:54AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন