ঢাকা, ১১ মে - দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা ঐতিহাসিক জার্সিটি গতকাল রাতে নিলামে বিক্রি করেছেন তৈয়ব হাসান বাবু। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু ৫ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছে এই সাবেক ফিফা রেফারির জার্সিটি। ২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে ভারত ও আফগানিস্তানের মধ্যেকার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করেছিলেন তৈয়ব হাসান বাবু। এর আগে বা পরে আর কোনো দক্ষিণ এশিয়ান রেফারি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাঁশি বাজাননি। ঐতিহাসিক ওই জার্সি বিক্রির পুরো টাকা তিনি দান করবেন করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে। জার্সি নিলামে যারা সহযোগিতা করেছেন এবং অংশ নিয়েছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সাবেক ফিফা রেফারি, এই মহৎ কাজে যারা আমাকে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dD4S8j
May 11, 2020 at 05:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top