আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে স্প্যানিশ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর লা লিগা। সে লক্ষ্যে এরই মধ্যে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। যদিও লা লিগার ৮ খেলোয়াড়ের এরই মধ্যে করোনা সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। তবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। ফলে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই অনুশীলন করছে কাতালান ক্লাবটি। কিন্তু এতে করে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না। তবে বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসির ভাবনা অবশ্য ভিন্ন। তার মতে, যেহেতু সবকিছু এখন ধীরে ধীরে শুরু করতেই হবে, তাই করোনা নিয়ে বেশি না ভেবে, সব নিয়মকানুন মানার দিকেই জোর দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। শুক্রবার স্প্যানিশ দৈনিক মুন্ডো ডেপোর্টিভোকে মেসি বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তো সবখানেই রয়েছে। আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন, তখনই সেখানে ঝুঁকি দেখা যায়। তাই আমার মতে, করোনার ব্যাপারে বেশি ভাবা উচিৎ নয়। কারণ যদি সব ভাবনা করোনার দিকে থাকে, তাহলে আপনি কোথাও যেতে পারবেন না। তিনি আরও যোগ করেন, তবে হ্যাঁ, আমাদের এটা বুঝতে হবে যে, যাই করি না কেন, নির্দেশনা মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়া যায়। অনুশীলনে ফেরাটা আমাদের প্রথম ধাপ। তবে এতে বেশি নির্ভার হয়ে গেলে চলবে না। আমাদের সবধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। মেসি ব্যক্তিগতভাবে মুখিয়ে রয়েছেন মাঠে ফেরার জন্য। শূন্য গ্যালারিতে খেলতেও কোন সমস্যা নেই তার, ব্যক্তিগতভাবে আমি লা লিগা শুরুর অপেক্ষায় রয়েছি। আমরা জানি পুরো বিষয়টা অদ্ভুত হবে, গ্যালারিতে কোন মানুষ থাকবে না। তবে আমি এর সঙ্গে পরিচিত, কারণ আগেও এমন খেলেছি। লিগের বাকি ১১ ম্যাচই রুদ্ধদ্বার অবস্থায়। এ কারণে সব খেলোয়াড়দের পরিবার ছেড়ে আসতে হবে কোয়ারেন্টাইনে। এই ভাবনায় সায় নেই মেসির, তবে (খেলোয়াড়দের) একত্রে কোয়ারেন্টাইন টাকার ব্যাপারে আমি বলবো যে, আমরা কেউই পরিবারকে ছেড়ে আলাদা থাকতে পছন্দ করব না। তবু অপেক্ষা করছি, চূড়ান্ত পরিকল্পনা কী হয়ে দেখার জন্য। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fSkPtm
May 16, 2020 at 06:11AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.