ঢাকা, ০৫ মে - আন্তজাতিক ফুটবলে বাংলাদেশ প্রথম ট্রফি জিতেছিল ১৯৮৯ সালে। ঢাকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ডকাপে বাংলাদেশ (লাল দল) চ্যাম্পিয়ন হয়েছিল। ওই দলের সদস্য ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার মোনেম মুন্না। ওই ম্যাচে খেলা মোনেম মুন্নার ঐতিহাসিক জার্সিটিই নিলামে তোলা হচ্ছে আগামী ৯মে শনিবার রাত সাড়ে ১০টায়। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশন সুত্রে জানা গেছে, একই সঙ্গে সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুর ঐতিহাসিক জার্সিটিও নিলামে তোলা হবে। প্রথমে কথা ছিল মোনেম মুন্নার নেতৃত্বে ১৯৯৫ সালে মিয়ানমারে চারজাতি আন্তর্জাতিক টুর্নামেন্টে যে জার্সি পরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সেই জার্সিটাই করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তার জন্য নিলামে তোলা হবে। কিন্তু মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম আজ জানিয়েছেন, ১৯৯৫ সালেরটা নয়, ১৯৮৯ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের (দেশের মাটিতে) জার্সিটিই নিলামে দেয়া হবে। রেফারি তৈয়ব হাসান বাবু ২০১৩ সাল নেপালে প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে পরিচালনা করেছিলেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তিনি সেই ঐতিহাসিক জার্সিটি নিলামে তুলবেন, যার দাম ইতিমধ্যে উঠেছে ৫ লাখ ৫৫ হাজার টাকা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yl0V9E
May 05, 2020 at 04:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন