কেপটাউন, ১৫ মে - একজন টেস্ট ক্রিকেটারের ক্যারিয়ার যেমনই হোক, যত উজ্জ্বল, বর্ণাঢ্য, সফল কিংবা অনুজ্জ্বল, ব্যর্থতায় ভরা- জীবনের প্রথম টেস্টের স্মৃতি সবসময় থাকে অমলিন। আর তা যদি হয় বিব্রতকর ও পাশাপাশি সাফল্যে মোড়া- তাহলে বিষয়টি কেমন দাড়ায় বলুন দেখি? জানেন কি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের বড় নাম সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের টেস্ট অভিষেকেই আছে এমন মিঠে কড়া অনুভূতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে নিজের অভিষেক টেস্টের সেই ম্যাচের স্মৃতি তাকে এখনও তাড়া করে বেড়ায়, হয়তো বেড়াবে আজীবন। বলার অপেক্ষা রাখে না, অভিজ্ঞতাটি সুখকর ছিল না মোটেও। কী সেই অভিজ্ঞতা? কেমন বিব্রতকর ছিল? এ গল্পটা কৌশলে ডু প্লেসিসের মুখ থেকে বের করে নিয়েছেন তামিম ইকবাল। অল্পদিনেই সঞ্চালক হিসেবে পাকা ও পরিণত হয়ে ওঠা তামিম বুধবার রাতে ফেসবুক লাইভে খুব কায়দা করে প্রশ্নটা পাতলেন ফাফ ডু প্লেসিসের কাছে। তিনি বলেন, আচ্ছা ফাফ, এখন তো আমাদের ড্রেসিংরুমে বেশ কজন দক্ষিণ আফ্রিকান। তাই তোমার সম্পর্কে অনেক কিছুই জেনেছি। একটা ঘটনা কি আমাদের একটু বলা যায়, শুনেছি তোমার টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামার আগে নাকি একটি বিব্রতকর অভিজ্ঞতা আছে। তা কি একটু বলবে? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে স্মৃতির ঝাপি খুলে টেস্ট জীবন শুরুর সেই গল্পটাই শোনালেন ডু প্লেসিস। কোনরকম দ্বিধা না করে ডু প্লেসিস একদম অবলীলায় জানিয়ে দিলেন, হ্যাঁ! বিব্রতকর অভিজ্ঞতা আছে আমার। ব্যাটিংয়ে নামার সময় ড্রেসিংরুমের সিড়ি দিয়ে উঁচু জায়গায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। তুুমি তো জানো অ্যাডিলেডের ড্রেসিংরুম মাঠের উচ্চতার চেয়ে নিচে। তাই সিড়ি বেয়ে ওপরে উঠে তারপর মাঠে ঢুকতে হয়। আমিও ড্রেসিংরুম থেকে বেরিয়ে নিচ থেকে সিড়ি বেয়ে উঠছিলাম। ঐসময় হঠাৎ আমার এক পায়ের জুতো খুলে গিয়েছিল। আমি ঐ সিড়ি বেয়ে ওপরে ওঠার সময় দাড়িয়ে সেই জুতো আমার পায়ের গোড়ালি দিয়ে পায়ে ভরতে গিয়ে আর শরীরের ভারসাম্য রাখতে পারিনি। হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তখন আর কী করা? যেহেতু আমার তখন প্যাড পড়া এবং হাতে গ্লাভস। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো পায়ের ভেতরে ভরা সম্ভব ছিল না। প্রথমে গ্লাভস খুলতে হয়েছে। তারপর আঙুল জুতোয় ঢুকিয়ে তা পরতে হয়েছিল। তাই সোজা থেকে হাটু ভাঁজ করে নীলডাউন হয়ে ব্যাটিং গ্লাভস খুলে তারপর জুতো পরেছিলাম। সে দৃশ্য দেখে পুরো অ্যাডিলেডের দর্শকরা আমাকে কি ভর্ৎসনাই না করেছিল! জীবনের প্রথম টেস্ট খেলতে নামার ঠিক পূর্ব মুহূর্তে এর চেয়ে বিব্রতকর অবস্থা আর কী হতে পারে বলো? সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fSfyCf
May 15, 2020 at 04:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top