মুম্বাই, ০৯ মে - করোনার সংক্রমণ রুখতে দেশে দেশে চলছে লকডাউন। বিশাল জনসংখ্যার দেশ হিসেবে ভারতেও ৩য় দফার লকডাউন চলছে। দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন সময় মদের দোকান খোলার অনুমতি দিয়েছে মোদি সরকার। এ নিয়ে তর্ক বিতর্ক চলছে। এদিকে মদের দোকান খুলতেই দেখা গেল মদ ক্রেতাদের লম্বা লাইন। যা নিয়ে বুদ্ধিজীবীরা সমালোচনা করছেন। অনেক চিকিৎসকরাও এই সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছেন। মদের দোকান খোলার পরপরই তার কীভাবে মানুষ হুমড়ি খেয়ে লাইন দিতে শুরু করেছেন, সেই ছবি তুলে ধরলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। মুম্বাইয়ের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও ও ছবি তুলেন তিনি। সেখানেই দেখা যায়, লকডাউনের মধ্যে কীভাবে মদের দোকানের সামনে লাইন দিচ্ছেন। বলিউডের নায়িকার এই ভিডিও প্রকাশ্যে আসতেই সেটি ভাইরাল হয়েছে। View this post on Instagram Social distancing? @sahanashetty3 #coronavirus #covid #covid19 #lockdown #lockdown2020 #socialdistancing #masks #crowd A post shared by Mallika Sherawat (@mallikasherawat) on May 4, 2020 at 4:06am PDT এন এইচ, ০৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SPBFzg
May 09, 2020 at 04:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top