মেদিনীপুর, ১৪ জুন- পশ্চিমবঙ্গে খাল সংস্কারের সময় একটি চারতলা বাড়ি ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। শনিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার নিশ্চিন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় গোমরাই খালের সংস্কার চলছিল। খালের পাড়েই রাস্তা। তার পাশেই চারতলা বাড়ি। এদিন সকালে বাড়ির একাংশে ফাটল দেখা দেয়। বিপদের আশঙ্কায় বাড়ির মালিক নিমাই সামন্ত সপরিবারে বাড়ি ছাড়েন। এর কিছুক্ষণ পরেই চারতলা বাড়িটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খালের মধ্যে। নিরাপদে নিমাইয়ের পরিবার সরে যেতে পারলেও আসবাবপত্র-সহ মূল্যবান জিনিসপত্র কিছুই বাড়ি থেকে বের করতে পারেনি। বাড়িটির নীচে ৪ টি দোকান ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। হঠাৎ দুর্ঘটনার কারণে দোকানের মালপত্রও বের করা যায়নি। হতাহতের ঘটনা না ঘটলেও গ্রামবাসীদের অভিযোগ, খাল সংস্কার অবৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছিল। যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সেচ দফতরের কর্মকর্তারা। সূত্র : যুগান্তর এম এন / ১৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3htrmve
June 14, 2020 at 08:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন