কলকাতা, ২৮ জুন- আত্মহত্যা নিয়ে স্বস্তিকা মুখার্জির মন্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনলাইনে নিন্দার ঝড় উঠলে নায়িকার দাবি সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুকে কেন্দ্র করে এ ধরনের কোনো মন্তব্যই করেননি। এবং এরই পাশপাশি জড়িয়ে গিয়েছে শ্রীলেখা মিত্রের নামও। কয়েক দিন আগে সংবাদমাধ্যমে স্বস্তিকাকে উদ্ধৃত করে খবর প্রকাশ হয়। যার শিরোনাম, সুইসাইড আজকাল একটা ফ্যাশন হয়ে গিয়েছে, কটাক্ষ স্বস্তিকার। প্রশ্ন উঠেছে- যখন চারিদিকে মানসিক অবসাদ নিয়ে এত লেখালেখি, এত আলোচনা তখন একজন পাবলিক ফিগার হয়ে এমনটা কী করে বলতে পারলেন তিনি? শ্রীলেখাও এ রকমই এক লিঙ্ক শেয়ার করে লেখেন, বাহ! সেই শেয়ার করা লিঙ্কে জমা হয় মন্তব্যের পাহাড়। স্বস্তিকার নিন্দায় ভরে উঠে ফেইসবুকের দেওয়াল। কেউ কেউ আবার মৃত্যুকামনাও করেছেন তার। এবার ভিডিও শেয়ার করে পাতাল লোক অভিনেত্রী বলেন, অনেকেই বলছেন আমি যাতে মরে যাই। যে পোর্টালটি আমার ছবি দিয়ে, আমার কোট হিসেবে একটি লাইন চালিয়ে দিয়েছেন তারা কি প্রমাণ দেখাতে পারবেন, আমার সঙ্গে তাদের নিউজ পোর্টালের সুশান্তের মৃত্যু, আত্মহত্যা নিয়ে কোনোরকম কথা হয়েছে কিনা? দেখাতে পারবে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট বা ফোন রেকর্ডিং? আমাকে ঘৃণা করার আগে খবরের সত্যতা বিচার করুন। লকডাউনের পুরো সময়টা মুম্বাইতে ছিলেন স্বস্তিকা। শুক্রবার বাড়ি ফিরে সদ্যপ্রয়াত বাবার জন্য মন খারাপ হচ্ছিল তার। এরই মধ্যে এমন ভুয়া খবরের! বললেন, শুধু সুশান্তই নন, আশপাশের যত মানুষ এই সময় মানসিক অবসাদের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন তাদের কারো সম্পর্কেই এ রকম একটা জঘন্য মন্তব্য আমি করতে পারব না কোনোদিন। সবচেয়ে মজার কথা, আমি নিজেও জানি না আমি এরকম একটা মন্তব্য করেছি! জীবনের ওঠাপড়ার মধ্যে দিয়ে আমিও গিয়েছি। মানসিক অবসাদ মারাত্মক। আমি নিজেও অনেক সুইসাইড প্রিভেনশন ক্যাম্পেনের সঙ্গে যুক্ত থেকেছি। অতএব, সোশ্যাল মিডিয়ায় কিছু পড়ার আগে একটু যাচাই করে নিন। সুশান্তের সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। অভিনেতার মরদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, উপযুক্ত পদক্ষেপ করতে বলেছেন মুম্বাই পুলিশকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আত্মহত্যা এক সামাজিক উৎসবে পরিণত হয়েছে। সুশান্তের মৃত্যু নিয়ে এত জল্পনা-কল্পনা, সোশ্যাল মিডিয়া জুড়ে গোয়েন্দাদের ভিড় সে প্রসঙ্গেই হয়তো কথাগুলো বলেছিলেন সুশান্তের শেষ ছবি দিল বেচারা-র কো-স্টার স্বস্তিকা। কিন্তু শ্রীলেখা কেন শেয়ার করলেন সেই পোস্ট? এ বিষয়ে আনন্দবাজার পত্রিকাকে শ্রীলেখা বলেন, আমাকে স্টোরিটা কেউ শেয়ার করে, তাই আমি পোস্ট করেছি। অনেক কথারই তো ভুল ব্যাখ্যা চলছে এখন। এই যেমন আমার আগের লাইভের ভিত্তিতে আমার নাম না করে স্বস্তিকা স্লাট শব্দটা এনে টুইট করল কেন? আমি তো ইন্ডাস্ট্রির প্রেমের কথা বলেছিলাম। ও স্লাট বলল কেন? প্রেম আর দেহ বেচা কি এক? আমি নিজে যা দেখেছি সেটাই সোজা বলব। যে যা ভাবে ভাবুক! এম এন / ২৮ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CRMaNv
June 28, 2020 at 10:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন