সিডনি, ৩ মে- বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনিকে স্লেজিং করা একেবারেই উচিত নয়। করলে হিতে বিপরীত হওয়ারই আশঙ্কা। মনে করছেন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স। ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। বিরাট কোহলির নেতৃত্বে সেবারই প্রথম বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিল ভারত। এর আগে অস্ট্রেলিয়ায় কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক সম্প্রতি মন্তব্য করেছেন যে, সেই সিরিজে একেবারেই স্লেজিং করা হয়নি কোহলিদের। তার কারণ আইপিএলের চুক্তি পাওয়ার তাগিদ। জোন্স অন্যভাবে দেখছেন বিষয়টিকে। এক ইউটিউব চ্যানেলে ডিন জোন্স বলেছেন, বিরাটের ক্ষেত্রে অজিরা কেন চুপচাপ ছিল, তার কারণ বলছি। আমরা ব্যাট করতে আসা ভিভ রিচার্ডসের ক্ষেত্রে চুপ থেকেছিলাম। জাভেদ মিয়াঁদাদ, মার্টিন ক্রোর ক্ষেত্রেও তাই থেকেছিলাম। আর এর পিছনে একটা কারণ রয়েছে। ভাল্লুককে চটিয়ে দেওয়া উচিত নয়। একইভাবে বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনিকেও রাগিয়ে দেওয়া উচিত নয়। কারণ, ওরা এমন সংঘর্ষই পছন্দ করে। জোন্স আরো বলেছেন, ওদের অক্সিজেন জোগানো উচিত নয়। তবে আইপিএলের চুক্তির জন্য বিরাটকে কিছু না বলার তত্ত্ব একেবারে বাজে। বিরাট কি পারে কাউকে খেলা থেকে আটকাতে? এটা পুরোপুরি কোচ ও ম্যানেজারদের উপর নির্ভরশীল। সূত্র: ঢাকাটাইমস আর/০৮:১৪/৩ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gO8Opi
June 03, 2020 at 04:33PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন