ঢাকা, ২৩ জুন- করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হন গত শনিবার। এরপরই তার দুই সন্তান সাহেল ও হুমায়রাকে নড়াইলে মা-বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে তাদের করোনা টেস্ট করালে সবারই নেগেটিভ আসে। আজ মঙ্গলবার টেস্টের ফলাফল হাতে পাওয়ার পর এ প্রতিবেদককে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। ঢাকায় মাশরাফির সঙ্গে তার স্ত্রী সুমনা হক থাকলেও তার করোনা টেস্টের বিষয়টি এখনো জানা যায়নি। গতকাল মাশরাফি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) যান নিয়মিত চেকাপের জন্য। করোনাভাইরাসে আক্রান্তের পর ফলোআপ চেকআপের জন্য বুকের একটি এক্সরের নির্দেশনা দেন চিকিৎসকরা। এই এক্সরে করাতেই গতকাল বিকেল ৫টার দিকে যেতে হয়েছে সিএমএইচে। সেখানে এক্সরে করে রাতেই মিরপুরের বাসায় ফিরেছেন তিনি। এর আগে মাশরাফির হাসপাতালে যাওয়া-না যাওয়া নিয়ে কিছু গুজব ছড়ায় গতকাল সোমবার সারা দিন। এসব খবরে ভক্ত-সমর্থকেরা যেন বিভ্রান্ত না হন, সেজন্য বিকেলে তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানেই মাশরাফির চিকিৎসা চলছে। মাশরাফির বিষয়ে এবিএম আব্দুল্লাহ বলেন, তার অ্যাজমার সমস্যা রয়েছে। এখনই ঘাবড়াবার কিছু নেই। সূত্র: আমাদের সময় আর/০৮:১৪/২৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YsjUcg
June 23, 2020 at 03:34PM
23 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top