মুম্বাই, ১৩ জুন - দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার করোনার হানা বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার অ্যাপার্টমেন্টে। মালাইকা যে বিল্ডিংয়ে থাকেন সেখানে একজনের করোনা পজেটিভি পাওয়া গেছে। এরপর লকডাউন করে দেওয়া হয়েছে সেই এলাকা। জানা গছে, গেল ৮ জুন মালাইকার অ্যাপার্টমেন্ট সিলগালা করা হয়। এরপরও স্বাভাবিক জীবনযাপন করারা চেষ্টা করে যাচ্ছে মালাইকা। আগের মতই সোশ্যাল মিডিয়ায় সরব আছেন নানা পজেটিভ বিষয় নিয়ে। সেই ধারাবাহিকতায় বুধবার একটি যোগাসনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মালাইকা আরোরা। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, যোগাসন এমন একটা জিনিস যেটা আমি দিনে কখনো মিস করি না। নিয়মিত নিজের ব্যক্তি জীবনের নানা ছবি পোস্ট করে চলেছেন মালাইকা। কখনো শুধু নিজের ছবি আবার কখনো প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত পোস্ট করেছেন মালাইকা। এভাবেই লকডাউন কাটছে তার। প্রসঙ্গত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বুধবার নতুন করে আক্রান্ত হন ৩২৫৪ জন। এই মুহূর্তে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৪,০৪১। মহারাষ্ট্রে বুধবার মৃত্যু হয়েছে ১৪৯ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩৮ জন। এন এইচ, ১৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MQHwAU
June 13, 2020 at 05:12AM
13 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top