কলকাতা, ২৪ জুন- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন অনেকেই। এবার এই দাবি জানালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সুশান্তের মৃত্যুর পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস দেন তিনি। রূপা দাবি তুলেছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক। সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশ এত তাড়াহুড়ো করছে কেন বলেও প্রশ্ন তোলেন রূপা। এ ছাড়া সুশান্তের মৃতদেহের পাশ থেকে কোনো সুইসাইড মেলেনি, এটি আত্মহত্যা, তা কীভাবে জানল পুলিশ এমন প্রশ্নও তোলেন রূপা। রূপা ছাড়াও বিজেপির মনোজ তিওয়ারিও সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি করেন। বিজেপির পাশাপাশি বিহারের লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ানও সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেছেন। এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী, বন্ধু রোহিনী আইয়ার, সিদ্ধার্থ পিটানিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বলিউডের ৫ প্রযোজনা সংস্থাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এম এন / ২৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Vfmkci
June 24, 2020 at 09:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top