অক্সিজেন সরবরাহ সুবিধাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চালু হলো পূর্ণাঙ্গ করোনা ইউনিট

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন সরবারাহ সুবিধাসহ করোনা ইউনিট পূর্ণাঙ্গভাবে সোমবার থেকে চালু হয়েছে।
দুপুরে হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় স্থাপিত করোনা ইউনিটের কার্যক্রম পুর্ণাঙ্গভাবে চালু অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ বিএমএ’র সভাপতি ডা. দুরুল হোদা, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী। অনুষ্ঠানে জানানো হয়, করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনে আইসোলেশন ওয়ার্ড চালু হয়। সোমবার থেকে ১৮টি বেডে অক্সিজেন সরবরাহ সুবিধাসহ পূর্ণাঙ্গভাবে করোনা ইউনিটের কার্যক্রম চালু করা হলো। এখন থেকে করোনা ইউনিটের ৩০ টি বেডে করোনা আক্রান্ত রোগিকে একসঙ্গে অক্সিজেন সরবরাহসহ চিকিৎসা সেবা প্রদান করা যাবে।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার, চাঁপাইনবাবগঞ্জ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৬-২০


from Chapainawabganjnews https://ift.tt/2BJhbCx

June 29, 2020 at 03:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top