আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমের বেচা কেনা শুরু

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের দু’টি প্রধান বাজারে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আমের বেচা কেনা। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সিদ্ধান্তে সকালে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার ও রহনপুর রেল স্টেশন আম বাজারে সীমিত পরিসরে উদ্বোধন করা হয়েছে আমের বেচা কেনা। রহনপুর আম আড়ৎদার ও গোমস্তাপুর উপজেলা আম ব্যবসায়ী সমিতির উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে আমের বেচা কেনার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র তারেক আহমেদ, গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
এদিকে, কানসাট আম বাজারে সকালে আমের বেচা কেনার উদ্বোধন করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, কানসাট ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলাম, কানসাট আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক টিপু ।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে এমনিতেই ফলন কমের পর করোনা পরিস্থিতির কারণে আমের বেচা কেনা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চাষীরা। এমন অবস্থায় করোনার কারণে সামাজিক দুরুত্ব বজায় রাখাসহ ক্ষতিকারক রাসয়নিক ব্যবহার ছাড়াই পরিপক্ক আম বাজারজাত করার আহবান জানানো হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ৩৩ হাজার ৩৫ হেক্টর আম বাগানে প্রায় দু’ লাখ ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। তবে, মৌসুমের শুরুতে আশানরূপ মুকুল না আসাসহ করোনার কারণে বাগান পরিচর্যা করতে না পারায় কাংখিত ফলন পাওয়া যাচ্ছেনা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৬-২০









from Chapainawabganjnews https://ift.tt/36Q2ZDl

June 02, 2020 at 03:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top