ঢাকা, ২০ জুন- করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মোর্ত্তজা। আজ শনিবার তার করোনা পরীক্ষার ফল জানা যায়। এ বিষয়ে বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। নিচে তারা স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরও সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন মাশরাফি। জ্বর না সারায় করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি। সেই পরীক্ষায় করোনা পজিটিভ আসে মাশরাফির। অবশ্য নিশ্চিত হওয়ার জন্য আরও একবার পরীক্ষা করানো হবে তার। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মাশরাফি। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফির শাশুড়ি হোসনে আরা এবং স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন। দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন মাশরাফি। নিজে এলাকা নড়াইলের অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন তিনি। একই সঙ্গে ডাক্তার এবং নার্সদেরকে নিরাপত্তা সামগ্রী প্রদানের ক্ষেত্রেও এগিয়ে এসেছেন তারকা এই ক্রিকেটার। কিন্তু এবার নিজেই করোনায় আক্রান্ত হলেন। সূত্র: আমাদের সময় আর/০৮:১৪/২০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30Xp2qJ
June 20, 2020 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top