ঢাকা, ১৭ জুন - মৌখিকভাবে বাফুফে ও জেমি ডের সম্পর্কটা ঠিকঠাকই ছিল। নতুন করে দুই বছরের জন্য এ ব্রিটিশ বাংলাদেশের কোচ হিসেবে চুক্তি করবেন সেটাও নিশ্চিত ছিল। বাকি ছিল কেবল কাগজ-কলমের একটা চুক্তি। মঙ্গলবার চুক্তির সেই আনুষ্ঠানিকতা শেষ করেছে বাফুফে। ১৬ আগস্ট থেকে বাংলাদেশের কোচ হিসেবে নতুন করে দায়িত্ব পালন শুরু করবেন জেমি ডে। চুক্তি শেষ করে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, আমরা সব কাজ আগেই গুছিয়ে রেখেছিলাম। জেমি ডেও আমাদের সঙ্গে আরো দুই বছরের জন্য দায়িত্ব পালনের জন্য সম্মতি দিয়ে রেখেছিলেন। তিন মাসের একটা বিষয় ছিল। মে মাসের মাঝামাঝিতে তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে। নতুন চুক্তি শুরু হবে ১৬ আগস্ট থেকে। জেমি ডের নতুন দায়িত্বের প্রথম অ্যাসাইনমেন্ট বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের বাকি চার ম্যাচের প্রস্তুতি। আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রাথমিক দল কবে ঘোষণা হবে, কবে এবং কোথায় প্রস্তুতি হবে জাতীয় দলের এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ন্যাশনাল টিমস কমিটি। আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় ন্যাশনাল টিমস কমিটি ভার্চুয়াল সভা করবে। কমিটির সদস্যদের সঙ্গে জেমি ডে অংশ নেবেন এ সভায়। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনেরর এই সভায় অংশ নেয়ার কথা রয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fzHIRx
June 17, 2020 at 03:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top