কিংস্টোন, ১০ জুন- যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জের ধরে সারা বিশ্বে একযোগে চলছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। যেখানে শুধু আমেরিকার মানুষই নয়, একাত্মতা প্রকাশ করেছে সারা বিশ্বের প্রায় সব দেশের মানুষ। বিশ্ব ক্রিকেটাঙ্গনে এ বিষয়ে শুরু থেকেই সরব ওয়েস্ট ইন্ডিজের দুই সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি এবং ক্রিস গেইল। দুজনই জানিয়েছেন, জ্ঞাত-অজ্ঞাতভাবে অনেকবার বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে তাদের। তাই এবার সবাইকে এক হয়ে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন স্যামি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা ক্রিকেটার চ্যাম্পিয়নখ্যাত ডোয়াইন ব্রাভো। তিনি জানিয়েছেন, ফ্লয়েড হত্যার প্রতিশোধ নয় বরং ফ্লয়েডের প্রাণের বিনিময়ে হলেও যেনো বর্ণবাদী আচরণ থামানো হয় সারা বিশ্বে। অন্যান্য স্বাভাবিক মানুষদের মতোই কৃষ্ণাঙ্গদের সমান অধিকার ও সম্মান দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রাভো। সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার পমি এমবাঙ্গোয়ার সঙ্গে এক লাইভ সেশনে চলতি বর্ণবাদ বিরোধী আন্দোলনের ব্যাপারে কথা বলেছেন ব্রাভো। তিনি বলেন, সারা বিশ্বে এখন যা হচ্ছে তা সত্যিই কষ্টদায়ক। একজন কৃষ্ণাঙ্গ হিসেবে আমরা জানি, কালো মানুষদের বিরুদ্ধে কত কিছু হয়েছে। আমরা কখনও প্রতিশোধ চাইনি। আমরা সম-অধিকার ও সম্মান চাই। এই তো। আমরা সবাইকে সম্মান দেই। কিন্তু আমাদের বেলায় কেন এমন হচ্ছে? ব্রাভো আরও যোগ করেন, আমি আমার ভাই-বোনদের বলতে চাই, আমরা শক্তিশালী, আমরা সুন্দর। দিন শেষে আপনি বিশ্বের দিকে তাকালে দেখবেন নেলসন মেন্ডেলা, মোহামেদ আলি, মাইকেল জর্ডানদের মতো কিংবদন্তিরা আমাদের রাস্তা দেখিয়ে গেছেন। নিজের রাগ উগড়ে দিয়ে ব্রাভো শেষ করেন এভাবে, যথেষ্ঠ হয়েছে এখন, যথেষ্ঠ! আমরা সমতা চাই। আমরা যুদ্ধ বা প্রতিশোধ চাই না, সম্মান চাই। আমরা সব মানুষের জন্য ভালোবাসা এবং সম্মান ছড়িয়ে বেড়াই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3f5APaf
June 09, 2020 at 09:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন