কলকাতা, ০৫ জুন- টলিউড সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিতর্কও যেন তার নিত্যসঙ্গী। এবার টলিউড পরিচালক সৌকর্যের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার শ্রীলেখা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসকে কেন্দ্র করেই বিতর্কের জাল বিস্তৃত হয়েছে। জানা যায়, দুই বছর আগে শ্রীলেখাকে নিয়ে রেনবো জেলি নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন সৌকর্য। এটি এখন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। কিন্তু চলচ্চিত্রটির পারিশ্রমিক শ্রীলেখা এখনো পাননি বলে অভিযোগ করেছেন। সেই সঙ্গে নেটফ্লিক্সে অভিনয়শিল্পীদের নামের তালিকায় নাম নেই শ্রীলেখার। তারই জের ধরে চলছে বিতর্ক। পারিশ্রমিকের বিষয়ে শ্রীলেখা মিত্র বলেনভেবেছিলাম একজন নতুন ছেলে, ভালো গল্প লিখছে, কাজ করতে চাইছে ওর কাজটা হোক, তারপর টাকাপয়সার কথা ভাবব। ওমা, সিনেমা হয়ে গেল, কাজ ভালো হলো, তারপর কোনো উচ্চবাচ্চই নেই! এবার পূজার আগে টাকার দরকার ছিল। রেনবো জেলি-এর জন্য টাকা চেয়েছিলাম। পার্ট পেমেন্ট চেয়েছিলাম। সৌকর্য বলল, কিসের পেমেন্ট শ্রীলেখাদি? আমি বলেছিলাম, তোমার সঙ্গে আর কী ব্যবসা আছে আমার, যে সিনেমা ছাড়া অন্য কিছুর জন্য পেমেন্ট চাইব? যে যায় লঙ্কায় সে-ই হয় রাবণ! তাই তো সৌকর্য? আরো কয়েক বছর আগে পেণ্ডুলাম করেছিলাম। বলেছিলাম, ওই পুরোনো পারিশ্রমিক নেব, সে টাকাও পুরোটা পাইনি। এদিকে শ্রীলেখার এমন অভিযোগ মিথ্যা বলছেন সৌকর্য। তার ভাষায়মিথ্যে বলছে শ্রীলেখাদি! আমি টাকা দিয়েছি। আমি তো সোশ্যাল মিডিয়ায় লিখলাম, তা হলে জিএসটি স্লিপ পোস্ট করি? উত্তর আসেনি। আমার প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। নেটফ্লিক্সে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর জানিয়েছেন, কার নাম যাবে আর কারটা যাবে না সেটা পরিচালক-প্রযোজক ঠিক করে দেন। তবে শিল্পীদের তালিকায় শ্রীলেখার নাম নেই কেন? সেই প্রশ্ন তুলেছেন এ অভিনেত্রী। যদিও এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি পরিচালক। বরং তিনি বলেন, নেটফ্লিক্সের লোকটি কে? তার নাম কী? সেই নাম কিন্তু সামনে আসছে না। সময়ের সঙ্গে তর্ক-বিতর্ক দীর্ঘ হচ্ছে। এ পরিস্থিতিতে আইনি সমাধানের পথে হাঁটার বিষয় স্মরণ করে শ্রীলেখা মিত্র বলেনআমি চাইলে মামলা করতে পারি। এ প্রসঙ্গে সৌকর্য বলেন, আমি শুধু না, এতোবার যে নেটফ্লিক্সের প্রসঙ্গ আসছে, চাইলে নেটফ্লিক্সও মানহানির মামলা করতে পারে। এম এন / ০৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Y6OWp3
June 05, 2020 at 08:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন