মুম্বাই, ২৬ জুন- করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে খেলা বন্ধ থাকায় মাঠে ব্যাট-বলের লড়াইয়ে নামতে পারছেন না ক্রিকেটাররা। সবাই আছেন গৃহবন্দী অবস্থায়। তারপরও গৃহবন্দি থেকে শারীরিক কসরত করেছেন অনেকে। অনেকেই আবার ঘরের বাইরে এসে রানিং ও স্ট্রেচিং করেছেন। তাদের একজন হলেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা। এবার ঘর থেকে বেরিয়ে মাঠে শারীরিক কসরত করলেন ভারতের হার্ড-হিটার ওপেনার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা।নিউজিল্যান্ডের মাটিতে গত টি-টোয়েন্টি সিরিজ খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোহিত। এরপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। পরবর্তীতে করোনাভাইরাসের প্রার্দুভাবে তার গৃহবন্দি জীবন আরও দীর্ঘায়িত হয়।তবে ভারতে লকডাউন শিথিল হবার পর এবার মাঠে নেমেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মাঠে বসা নিজের ছবি আপলোড করে রোহিত ক্যাপশনে লিখেছেন, পুনরায় মাঠে ফিরতে পেরে খুব ভালো লাগছে। কিছুটা ওয়ার্কআউট করেছি। অনেকদিন পর নিজেকে যেন ফিরে পেলাম। দারুন এক অনুভূতি। এর আগে ভারতের টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও পেসার ইশান্ত শর্মাকে ঘরের বাইরে অনুশীলন করতে দেখা গেছে। উল্লেখ্য, ভারতের লকডাউন শিথিল করলেও করোনার প্রাদুর্ভাব বেড়েই চলছে। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/২৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BeeicT
June 26, 2020 at 04:43PM
26 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top