ইসলামাবাদ, ১৩ জুন- প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই নিজের সাধ্যমতো কাজ করছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও মারকুটে অলরাউন্ডার শহিদ খান আফ্রিদি। মানুষের জন্য কাজ করতে করতে এবার তিনি নিজেই আক্রান্ত হলেন করোনায়। আজ (শনিবার) দুপুর নিজের ফেসবুক পেজে করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন আফ্রিদি। তার আগে পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছে প্রাণ হারিয়েছেন। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল। আমার শরীর ভয়াবহ ব্যথা করছিল। তাই (কোভিড-১৯) পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল এসেছে পজিটিভ, আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ। গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার রিয়াজ শেখ। তার আগে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে মারা যান জাফর সরফরাজ। এ দুই সাবেক ক্রিকেটার ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সাবেক ওপেনার তৌফিক ওমর। তবে তিনি যথাযথ নিয়ম মেনে দুই সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে গেছেন। পরে বাকিদের উদ্দেশ্যে দিয়েছেন সাহসী বার্তাও। তৌফিক তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছিলেন, আমি সবাইকে বলব, তারা যেন নিজেদের খেয়াল রাখেন এবং কোভিড-১৯ ভাইরাসকে সিরিয়াসলি নেন। সামাজিক দূরত্ব এবং সুরক্ষার মধ্যে থাকতে হবে সবাইকে। আমি দুই সপ্তাহ আলাদা ছিলাম, পরিবারের শিশু এবং বয়স্কদের কাছ থেকে দূরে ছিলাম। পাকিস্তানের এই ওপেনার যোগ করেন, আমি মানুষকে বলব, টেস্টে পজিটিভ আসলে ভয় পাওয়ার কিছু নেই। বরং আমার পরামর্শ হলো, সবাই যেন তার ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধ ক্ষমতা) বাড়ানোর প্রতি জোর দেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fisNuK
June 13, 2020 at 11:49AM
13 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top