মুম্বাই, ০৭ জুন - গ্ল্যামার দুনিয়ায় এখন আর সেভাবে দেখা যায় না তাকে। দুই মেয়ে এবং প্রেমিক রোমান শলকে নিয়েই ব্যস্ত থাকেন বলিউডের সুন্দরী সুস্মিতা সেন। তবে এক দশক পর ফিরছেন দর্শকদের কাছে। দীর্ঘ বিরতির পর পুরোদমে ওয়ার্কশপ করেই ফিরেছেন। তিনি বেশ প্রস্তুতি নিয়েই ময়দানে নেমেছিলেন। তার আসন্ন ওয়েব সিরিজ আর্যার জন্য। সদ্য মুক্তি পেল তার ট্রেলার। এখানে দেখা গেছে, সুস্মিতার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। পরিচালনা করেছেন নীরজা খ্যাত পরিচালক রাম মাধুবনী। সুস্মিতার চরিত্রের নামই আর্যা। সিরিজ দিয়ে বহুদিন বাদে দেখা গেল চন্দ্রচূড় সিংকে। দীর্ঘ বিরতির পর তিনিও ফিরলেন। সিরিজে সুস্মিতার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ট্রেলারেই বেশ রোমাঞ্চের ইঙ্গিতও মিলল। ট্রেলারের প্রতিটি মুহূর্তে সুস্মিতা বুঝিয়ে দিয়েছেন যে দীর্ঘদিন পর্দায় তাকে দেখা না গেলেও তার স্পার্ক এখনও কমেনি। বরং পর্দায় তিনি এখন আরও পরিণত। জীবনে প্রথমবার ওয়ার্কশপ করে সেটে নেমেছেন। এর আগে কোনোদিন অভিনয়ের আগে তাকে ওয়াকর্শপ করতে হয়নি। গতবছরই অবশ্য ফের অভিনয়ে কামব্যাক করার কথা জানিয়েছিলেন সুস্মিতা সেন। প্রসঙ্গত, ডাচ নাটক পেনোজার অবলম্বনেই লেখা হয়েছে আর্যার চিত্রনাট্য। ডিজনি হটস্টারে আগামী ১৯ জুন মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। এন এইচ, ০৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3754EFd
June 07, 2020 at 04:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top