কলকাতা, ২৫ জুন- বিপাকে পড়েছেন কলকাতার জনপ্রিয় তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার নামে ইনস্টাগ্রামে ভুয়া ফ্যান পেইজ বানিয়ে কে বা কারা ভক্তদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে সতর্ক করেছেন এ অভিনেত্রী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, এটা হলো সেই ভুয়া ফ্যান পেইজ। আর যিনি এই জাল ফ্যান পেইজটি বানিয়েছেন তিনি আমার অনুরাগীদের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করছেন। এই পেইজটি আনফলো করুন এবং ইনস্টাগ্রামে রিপোর্ট করুন। সম্প্রতি লকডাউন টলিপাড়ায় কাজ শুরু হতেই কাজে ফিরেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেকথাও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন শ্রাবন্তী। তার পোস্ট দেখে মনে হচ্ছে তিনি হয়ত ডাবিংয়ের কাজ শুরু করেছেন। আর/০৮:১৪/২৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3eLaDSJ
June 25, 2020 at 04:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top