ঝাড়খণ্ড, ১০ জুন- মহামারি করোনাভাইরাসের জেরে কঠিন সময় পার করছে ভারত। সর্বশেষ খবর অনুযায়ী প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজারের বেশি। আর মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এজন্য খেলার মাঠে ডাক না পড়ায় আপাতত ঘরবন্দিই রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। মুম্বাইয়ে নিজেদের ফ্ল্যাটে স্ত্রী ও পরিবারকে নিয়ে বন্দি রয়েছেন রোহিত-বিরাটরা। অন্যদিকে পরিবারকে নিয়ে নিজের ফার্ম হাউসে সময় কাটাচ্ছেন এম এস ধোনি। সেখানেই এবার জিভাকে সঙ্গে নিয়ে আহত পাখির সেবা করলেন ভারতের এই সাবেক অধিনায়ক। জানা গেছে, ফার্ম হাউসে কীভাবে আহত পাখির খোঁজ পাওয়া গেল, কীভাবে বা বাবা-মা আহত পাখিকে সুস্থ করে তুলল, সেই নিয়ে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়েছে ধোনির মেয়ে জিভা। সেই পোস্টে ধোনি কন্যা লেখেন, আজ বাড়ির বাইরে ঘুরে বেরোনোর সময় আহত পাখিটিকে মাটিতে লুটিয়ে থাকতে দেখি। তড়িঘড়ি করে আমি বাবা-মায়ের সাহায্য চাই। এরপর বাবা এসে পাখিটিকে হাতে তুলে নিয়ে পানি খাওয়ায়। ওকে কাঠের বাক্সে রেখে খেতে দেওয়া হয়। হঠাৎ সুস্থবোধ করতে পাখিটি উড়ে যায়। মা জানিয়েছে পাখিটা উড়ে গিয়ে মায়ের কাছে ফিরে গিয়েছে। পাখিটিকে সুস্থ করতে পেরে আমরা সবাই খুশি। এদিকে ধোনি কন্যার সেই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করে ভাইরাল করেছে তাঁর ফ্যানেরা। বাড়িতে একাধিক পোষ্য পুষেছেন ধোনি। তবে এবার পাখির প্রতি ধোনির ভালোবাসা দেখে তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/১০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3feKVWt
June 10, 2020 at 12:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন