ওয়েলিংটন, ২৬ জুন- প্রায় এক বছর পেরিয়ে গেছে ২০১৯ বিশ্বকাপ ফাইনালের। লর্ডসের সেই ভুতুড়ে ফাইনালের কথা সারাবিশ্ব ভুলে গেলেও, নিউজিল্যান্ডের খেলোয়াড়, সমর্থকদের তাড়া করে বেড়াবে আজীবন। বেন স্টোকসের গায়ে লেগে ওভারথ্রোতে বোনাস চার কিংবা মূল ম্যাচের পর সুপার ওভারও টাই- এসব ঠিক দুঃস্বপ্নই নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য। তাই তো এখনও সেই ম্যাচের ফলাফল ঠিক মেনে নিতে পারেননি কিউই ক্রিকেটাররা। দলের অভিজ্ঞতম ক্রিকেটার রস টেলরের মতে ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারের কোনো প্রয়োজনই নেই। যেহেতু ওয়ানডে ম্যাচে ১০০ ওভার খেলা হয়, তাই এই ফরম্যাটে টাই থাকলেই কী ক্ষতি?- এমনটাই প্রশ্ন টেলরের। বিশ্বকাপ ফাইনালের প্রায় এক বছর পর ক্রিকইনগিফের সঙ্গে সাক্ষাৎকারে সে ম্যাচ নিতে কথা বলেছেন টেলর। মূল ম্যাচ যখন টাই হয়, তখন টেলর আম্পায়ারদের দিকে এগিয়ে যাচ্ছিলেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। কেননা তিনি ভেবেছিলেন ম্যাচ ওখানেই শেষ, জানতেন না এখনও বাকি সুপার ওভার! তিনি বলেন, বিশ্বকাপ ফাইনালের সময় আমি আম্পায়ারদের কাছে যাচ্ছিলাম, বলতে যে ভালো খেলা হয়েছে। আমি তখনও জানতাম যে সুপার ওভার হবে। আমার মতে টাই মানে টাই। এই আলোচনাকে অনেকভাবে নেয়া যায়। তবে ওয়ানডে ক্রিকেটে ১০০ ওভার খেলার পরেও যদি দুই দল সমান থাকে, তাহলে টাই রাখতে তো ক্ষতি নেই। টেলরের মতে ওয়ানডে বিশ্বকাপে তাই যুগ্ম চ্যাম্পিয়নই রাখা যেত, আমি এখনও ওয়ানডে ম্যাচে সুপার ওভারের ব্যাপারে নিশ্চিত নই। ওয়ানডে ক্রিকেট যেহেতু লম্বা সময় ধরেই হয়, তাই টাই হওয়াতে আমার কোন আপত্তি নেই। টি-টোয়েন্টিতে হয়তো এটি সঠিক। কিন্তু ওয়ানডেতে এর প্রয়োজনীয়তা নেই। আমার মতে, যুগ্ম চ্যাম্পিয়ন থাকতেই পারে। তবে চ্যাম্পিয়ন হতে না পারায় সুপার ওভারে নিয়মকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না ৩৬ বছর বয়সী টেলর। নির্ধারিত ৫০ ওভারে জিততে না পারায় নিজেদের ব্যর্থতাই মানছেন তিনি। টেলর বলেন, পঞ্চাশ অথবা বিশ ওভারের মধ্যে একটি ওভার নিয়ে খেলা বেশ কঠিন। তবে একই পরিস্থিতিতে পড়লে আমাদের নিজেদের আরও ভাল করতে হবে। প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ শেষ করা। আমরা সেখানে যথেষ্ঠ করতে পারিনি। আমরা যদি তা পারতাম এবং সুপার ওভারে না যেত ম্যাচ, তাহলে হয়তো ফলও আমাদের পক্ষে থাকত। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3i02fAN
June 26, 2020 at 11:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন