মাঠের খেলা বন্ধ, তাই বলে যে রেকর্ড গড়া বন্ধ থাকবে এমনটা মানতে যেন নারাজ পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলা দিয়ে যেহেতু রেকর্ড গড়া সম্ভব নয়, তাই এবার নিজের ক্যারিয়ারের উপার্জন দিয়েই রেকর্ড গড়লেন তিনি। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিলিয়নিয়াল ক্লাব তথা ১০০ কোটি ডলার আয় করা ফুটবলার হলেন রোনালদো। চলতি মৌসুমে ১০৫ মিলিয়ন (সাড়ে ১০ কোটি) ডলার আয় করার মাধ্যমে শত কোটি ডলারের ক্লাবে প্রবেশ করেছেন রোনালদো। তার আগে ক্রীড়াবিদদের মধ্যে বিলিয়নিয়ার হয়েছেন কেবল চারজন- বাস্কেটবলে মাইকেল জর্ডান, গলফে টাইগার উডস, প্রো-বক্সিংয়ে ফ্লয়েড মেওয়েদার এবং ফর্মুলা রেসিংয়ে মাইকেল শুমাখার। এ তালিকার পঞ্চম এবং সবশেষ সদস্য হিসেবে নাম লেখালেন পর্তুগিজ তারকা। করোনাভাইরাসে কারণে চলতি মৌসুমে তুলনামূলক অনেক কমই আয় হয়েছে রোনালদোর। গত মৌসুমে তিনি শুধুমাত্র নিজ ক্লাব জুভেন্টাস থেকেই পেয়েছিলেন ১০৯ মিলিয়ন ডলার। কিন্তু চলতি মৌসুমে এটি কমে দাঁড়িয়েছে ৪৬ মিলিয়ন ডলারে। তবে অন্যান্য ব্যক্তিগত ব্যবসা এবং বিজ্ঞাপনী চুক্তির মাধ্যমে ঠিকই অর্থবছরে ১০৫ মিলিয়ন ডলার জমা পড়েছেন রোনালদোর ব্যাংক একাউন্টে। যা তার ক্যারিয়ারের মোট আয়কে পৌঁছে দিয়েছে ১ হাজার মিলিয়ন ডলারে। বিলিয়নিয়ার হওয়ার পথে শুধুমাত্র ফুটবলীয় চুক্তি তথা দলবদলের টাকা এবং ক্লাব থেকে বেতন মিলিয়ে ৬৫০ মিলিয়ন ডলার আয় করেছেন রোনালদো। তার বাকি আয়ের পথ ছিল ব্যক্তিগত ব্যবসা এবং বিভিন্ন বিজ্ঞাপনী চুক্তি। শত কোটি ডলারের ক্লাবে নাম লেখালেও তবে চলতি বছর সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ নন রোনালদো। এ বছর সর্বোচ্চ ১০৬.৩ মিলিয়ন ডলার আয় করেছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। এছাড়া রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী মেসির আয় ১০৪ মিলিয়ন ডলার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30fs5Ku
June 06, 2020 at 05:59AM
06 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top