ঢাকা, ১৩ জুন - সুরেলা সংগীতের বরপুত্রখ্যাত হাবিব ওয়াহিদ শ্রোতাদের কাছে হাবিব নামেই সুপরিচিত। বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। গানের সঙ্গে এখন ভিডিওতেও দেখা মেলে তার। নতুন নতুন গানের গল্পের সঙ্গে একের পর এক চমক দিয়ে চলেছেন হাবিব। সেই ধারাবাহিকতায় করোনাকালেও নতুন চমক নিয়ে হাজির হলেন হাবিব। তার নতুন গানের নাম প্রেমের খেলা। মন ভাঙিলে কান্দিস না রে মন, মন পাখিরে বোঝাবি তুই কী এখন?, কত ছলনা দেখলিরে মন, আর কোনো দিনও দুঃখ নেবো না এমন, যার লাগিয়া করলি জীবন ভর, সেই মানুষ না হয় যদি পর, প্রেমের খেলা খেলতে কী মনে লয়, এক জীবনে এতো কান্দন কী সয়!- এমনই কথার গানটি লিখেছেন আলী বাকের জিকো। বরাবরের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। বৃহস্পতিবার এইচ ডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন হাবিব। ভিডিওতে নিজেই পারফর্ম করেছেন তিনি। গানর সুর, সংগীত, গায়কী ও ভিডিওতে এনার্জিটিক পারফর্মের জন্য শ্রোতাদের মন মাতাচ্ছে গানটি। গানটির ভিডিও নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন মীর শরিফুল করিম শ্রাবণ । করোনায় বন্দি এই বিষাধের দিনে হিপহপ বিটের দর্শক-শ্রোতাদের মনে ছড়াচ্ছে অন্যরকম এক রিদমিক ছোঁয়া। ১৮ ঘন্টায় ৪৯ হাজারেরও অধিকবার শোনা ও দেখা হয়েছে গানটি। কমেন্টের ঘরে প্রিয় এই গায়কের প্রসংশায় মেতেছেন তার ভক্তরা। এন এইচ, ১৩ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3foyib9
June 13, 2020 at 05:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন