মুম্বাই, ০১ জুন - ভক্ত ও প্রিয়জনদের কাঁদিয়ে এক মাস আগে বিদায় নিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে মাত্র ১৬ জনকে নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউন চলছিলো। তাই অভিনেতার স্ত্রী নিতু কাপুর, ছেলে রণবীর কাপুর, কারিনা কাপুর, সাইফ আলী খান, আলিয়া ভাট, রণধীর কাপুর, অভিষেক বচ্চন, আয়ান মুখার্জি, রোহিত ধাওয়ান, আদর জেইন প্রমুখ মিলেই নায়ককে শেষ বিদায় জানান। এবার মৃত্যুর একমাস পর স্বামী ও বন্ধু ঋষি কাপুরকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন নীতু কাপুর। ইনস্টাগ্রামে ঋষি কাপুরের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে নীতু কাপুর লিখেছেন,তুমি আমাকে বিদায় জানিয়েছো আমি এগিয়ে চলেছি হাসি মুখেই, চোখে জল নিয়ে নয়। তোমার হাসিকে হৃদয়ে রেখেই আমি জীবনের পথে এগিয়ে চলেছি। বাবাকে স্মরণ করে ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি লিখেছেন, একটা মহান আত্মা কখনও মরে না, আমাদের একত্রিত করে। আমরা তোমায় ভালোবাসি পাপা। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। আমেরিকাতে চিকিৎসারত ছিলেন অনেকদিন। সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। গত ৩০ এপ্রিল মুম্বাইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় তার। এন এইচ, ০১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gDpLTf
June 01, 2020 at 04:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন