ময়মনসিংহ, ১৯ জুন- না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই ক্রিকেটের বড় নাম রামচাঁদ গোয়ালা। আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লীর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এই ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। নব্বই দশকের মাঝামাঝি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বিদায় নেওয়া এ বাঁহাতি লেগ স্পিনার বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। নিজের জন্মস্থান ময়মনসিংহে তিনি সবার প্রিয় গোয়ালাদা। রামচাঁদের বাবা ছিলেন ময়মনসিংহের সহকারী পোস্টমাস্টার। বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনের শুরুটা তাঁকে দিয়ে। খেলেছেন আবাহনীতে একটানা ১৫ মৌসুম। মোহামেডান, ভিক্টোরিয়া, টাউন ক্লাব, শান্তিনগরেও খেলেছেন তিনি। শুরুতে ছিলেন বাঁহাতি পেসার। পরে হয়ে গেলেন বাঁহাতি স্পিনার। এরপর কোচ ফখরুদ্দিন আহমেদের পরামর্শে স্পিন শুরু। ১৯৬২ সালে ঢাকা লিগে ভিক্টোরিয়ার হয়ে অভিষেক স্পিনার হিসেবে। ঢাকায় খেলেছেন নিয়মিত। কলকাতায় গিয়েও বাংলাদেশের হয়ে অনেক আনঅফিশিয়াল ম্যাচ খেলেছেন। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায় নেমে এসেছে। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/১৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/310qetk
June 19, 2020 at 01:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top