চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনে সবশেষ ফুটবলার হিসেবে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মার্সেলো ভিয়েরা। প্রায় তিন মাস পর লা লিগা পুনরায় চালু হওয়ার পর নিজেদের প্রথম ম্যাচেই এতে অংশ নিলেন মার্সেলো। রোববার রাতে নিজেদের মাঠ আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে এইবারের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের তৃতীয় গোলটি করেন মার্সেলো। গোলের পর উদযাপনে যুক্তরাষ্ট্রে অন্যায়ভাবে হত্যা করা জর্জ ফ্লয়েডকে স্মরণ করেন এ ব্রাজিলিয়ান। ম্যাচের ৩৭ মিনিটে করা গোলটির পর হাঁটু গেড়ে বসে এক হাত মুষ্টিবদ্ধ করে ওপরের দিকে উঁচিয়ে ধরেন মার্সেলো। যা এখন ধরা হচ্ছে ব্ল্যাক লাইভস ম্যাটার তথা কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা প্রকাশের প্রতীক হিসেবে। মার্সেলোর আগে জার্মান বুন্দেসলিগায় ম্যাচের মধ্যেই এ আন্দোলনে নিজেদের সমর্থন জানিয়েছেন মার্কস থুরাম, জ্যাডন সানচো, ওয়েস্টঅন ম্যাককিনির মতো খেলোয়াড়রা। এছাড়া লিভারপুল, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো নিজেদের অনুশীলনে হাঁটু গেড়ে বসে স্মরণ করেছেন জর্জ ফ্লয়েডকে। ম্যাচ শেষে এ বিষয়ে কথা বলেছেন মার্সেলোর সতীর্থ টনি ক্রুস। লা লিগার সবার এই আন্দোলনে যোগ দেয়া উচিৎ জানিয়ে তিনি বলেন, আমি কল্পনা করি স্পেনের সব খেলোয়াড় এটার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এটাকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন না। এখনও এমন ঘটনা ঘটছে, যা অবিশ্বাস্য। তবে এখন অনেক ভিন্ন চিন্তাও কাজ করছে মানুষের মধ্যে। এটা ভাল দিক। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UJmZ5v
June 15, 2020 at 06:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top